← খেলা বিভাগে ফিরে যান
সিডনি টেস্টেও হার, বর্ডার-গাভাস্কর ট্রফির সঙ্গে সঙ্গে WTC-র রাস্তাও হারাল ভারত
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সিডনি টেস্টেও হারের মুখ দেখল টিম ইন্ডিয়া। ৬ উইকেটে টেস্ট জিতল অস্ট্রেলিয়া। ১০ বছর পর বর্ডার-গাভাস্কর ট্রফি ফিরল ক্যাঙারুর দেশে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়াও কার্যত অনিশ্চিত করে ফেললেন বুমরাহরা।
দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের রান ছিল ১৪১। তৃতীয় দিন সকালে মাত্র ১৬ রান করতেই প্যাভিলিয়নে ফিরলেন ভারতের অবশিষ্ট চার ব্যাটার। জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর, দুজনকেই কামিন্স ফেরান। সিরাজ ও বুমরাহ ফেরেন বোল্যান্ডের বলে। ভারতের ইনিংস শেষ হয় মাত্র ১৫৭ রানে। লিড ১৬১ রান। ১৬২ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেনে ৬ উইকেটে শেষ টেস্ট জিতে নিল অস্ট্রেলিয়া। ৩-১ ব্যবধানে সিরিজ জিতল অজিরা।