দেশ বিভাগে ফিরে যান

OYO জুটবে না অবিবাহিত যুগলদের! নিয়মে কী বদল আসছে?

January 5, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নিয়মে বদল আনছে ওয়ো। অবিবাহিত যুগলদের হোটেলে জায়গা দেওয়া নিয়মেই আসছে বদল। অবিবাহিত প্রেমিক-প্রেমিকারা বিনা বাধায় আর বুকিং করতে পারবেন না ওয়ো হোটেল। হোটেলে থাকতে হলে সম্পর্কের প্রমাণপত্র সংশ্লিষ্ট ওয়েবসাইটে দাখিল করতে হবে। নয়া বছরে এমনই সিদ্ধান্তের নিয়েছেন ওয়ো কর্তৃপক্ষ। ইতিমধ্যে এমন নিয়ম চালু হয়েছে উত্তরপ্রদেশের মিরাটে।

ওয়োর নতুন নিয়ম অনুযায়ী, হোটেলে চেক-ইনের সময় যুগলকে সম্পর্কের প্রমাণপত্র দিতে হবে। অনলাইনে ওয়োর হোটেল ‘বুক’ করার সময়ই অপশন আসবে। সামাজিক পরিচিতি, স্থানীয়দের দিয়ে প্রভাব খাটিয়েও কোনও অবিবাহিত যুগল যাতে হোটেলে চেক-ইন করতে না পারেন, তার জন্য নজর রাখা হবে। মিরাটের পর কিছু দিনের মধ্যেই দেশের অন্যান্য জায়গাতেও নতুন নিয়ম জারি হবে।

অবিবাহিত যুগল হোটেলে থাকতে পারবেন না, এমন কোনও নিয়ম ভারতে নেই। যদিও বহুক্ষেত্রে, সামাজিক চাপ ও আইনি ঝামেলা এড়াতে প্রেমিক-প্রেমিকার জন্য হোটেলের দরজা বন্ধ রাখেন বহু হোটেল কর্তৃপক্ষ। ওয়ো ছিল উল্টো। অবিবাহিত যুগলদের হোটেলে থাকার ছাড়পত্রই ওয়োর জনপ্রিয়তার কারণ। তুলনামূলক কম দামে ভাল হোটেলের হদিশ দেয় ওয়ো।

ওয়ো বিবৃতিতে জানিয়েছে, নাগরিক সমাজের বিভিন্ন প্রতিক্রিয়ার প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিয়েছে তারা। বিশেষত, মিরাট থেকে এমন আবেদন অনেক এসেছে। অন্যান্য শহর থেকেও এমন অনেক আবেদন আসছে। অবিবাহিত যুগলদের হোটেলে থাকার বিষয়ে নিষেধাজ্ঞা আনার দাবি উঠছে। আবেদনের প্রেক্ষিতে নতুন সিদ্ধান্ত নিয়েছে ওয়ো।

TwitterFacebookWhatsAppEmailShare

#hotel, #Couples, #Oyo, #Unmarried couples, #Rooms

আরো দেখুন