মমতাকে বহিষ্কারের প্রায়শ্চিত্ত করছে হাত শিবির, প্রবীণ কংগ্রেস নেতা আরও কী বললেন?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজও মমতাকে বহিষ্কারের প্রায়শ্চিত্ত করে যাচ্ছে কংগ্রেস। তিন দশক পেরিয়ে গেলেও আফসোস মিটছে না কংগ্রেস নেতাদের। শনিবার প্রবীন কংগ্রেস নেতা তথা প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য আফসোসের সুরে বলছিলেন, “সেদিন মমতাকে বহিষ্কার করা ঠিক হয়নি। আজও প্রায়শ্চিত্ত করতে হচ্ছে।” প্রবীণ কংগ্রেস নেতার এহেন মন্তব্য দলে আলোড়নের সৃষ্টি হয়েছে।
কংগ্রেসে থাকাকালীনই মমতা, যুবনেত্রী থেকে জননেত্রীতে পরিণত হয়েছিল। ১৯৯৭- ৯ ডিসেম্বর, নেতাজি ইন্ডোরে কংগ্রেসের অধিবেশন। সোমেন মিত্র, প্রণব মুখোপাধ্যায়, সীতারাম কেশরীর মতো নেতারা থাকলেও, সেখানে ছিলেন না তৎকালীন কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোরে যখন কংগ্রেসের অধিবেশন চলেছে, তখন স্টেডিয়ামের বাইরে কর্মীসভা করেছিলেন মমতা। সেখানে জনজোয়ারের ঢল নেমেছিল। প্রমাণিত হয়ে গিয়েছিল, সোমেন মিত্র এবং মমতা বন্দ্যোপাধ্যায় একসঙ্গে চলতে পারবেন না। সীতারাম কেশরীরা সোমেনকেই বেছে নিয়েছিলেন।
সে’বছর ২২ ডিসেম্বর মমতা নতুন দল তৈরির সিদ্ধান্ত ঘোষণা করেন। তার আগেই কংগ্রেস তাঁকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয়। প্রদীপ ভট্টাচার্যের মতে, সেই সিদ্ধান্ত ছিল কংগ্রেসের ঐতিহাসিক ভুল। যার খেসারত আজও দিতে হচ্ছে।
শনিবার, সন্তোষ মিত্র স্কোয়ারের কাছে সোমেন মিত্রর মূর্তি উন্মোচন অনুষ্ঠানে প্রদীপ বলেন, সেদিন সোমেনের উপর চাপ তৈরি হয়েছিল তাতে মমতাকে বহিষ্কার করতে তিনি বাধ্য হন। তার প্রায়শ্চিত্ত আজও কংগ্রেস দলকে করতে হচ্ছে। প্রদীপ ভট্টাচার্যের কথায়, “সেদিন আমি শ্রীরামপুর থেকে ফিরছিলাম। সোমেনদার ফোন এল। জানলাম, সীতারাম কেশরী ফোনে সোমেনকে বলেছেন, মমতাকে বহিষ্কার করতে হবে। আমরা করেছি, তোমাকেও করতে হবে। আমি সোমেনকে বলেছিলাম, তুমি করো না। কিছুতেই করো না। কিন্তু সেদিন যে চাপ তৈরি হয়েছিল তাতে সোমেন বাধ্য হয়েছিল। তার প্রায়শ্চিত্ত আজও করতে হচ্ছে। জানি না এই খাদ থেকে আমরা কবে এবং কীভাবে উঠে আসতে পারব।”
মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে জাতীয় রাজনীতির অন্যতম মুখ। ইন্ডিয়া জোটের শরিকেরা প্রায় সকলেই তাঁকে নেতৃত্বে চাইছেন। কংগ্রেসের অন্দরেও মমতাকে নেতৃত্বে আনার ডাক উঠেছে। মমতা-বিরোধী বলে পরিচিত অধীর এখন প্রদেশ কংগ্রেসের সর্বেসর্বাও নন। বামদের সঙ্গে কংগ্রেসের জোট অথৈ জলে। এমন অবস্থায় প্রদীপের মন্তব্য নয়া সমীকরণের ইঙ্গিত দিচ্ছে কি?