পৌষের শীতে ঝড়খালির ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রের তিন বৃদ্ধ বাঘ পান করছে উষ্ণ গরম জল
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মেজাজটাই আসল রাজা, শীতে জলাশয়ের ঠান্ডা জলে জিত ঠেকাচ্ছে না ঝড়খালির ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রের বাঘেরা। ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে থাকা তিন বয়স্ক বাঘ সবার থেকে আলাদা। তিন বাঘকে উষ্ণ গরম জল দেওয়া হচ্ছে। ঝড়খালি পুনর্বাসন কেন্দ্রে সুন্দর, সোহম এবং সোহিনী নামে তিনটি বাঘ রয়েছে। তাদের আদর-যত্নে খামতি রাখেন না আধিকারিক ও কর্মীরা। প্রতিদিন বিকেলের পর তারা ফিরে আসে। তারপর থেকে দু’ঘণ্টা অন্তর অন্তর তাদের জলের পাত্রে উষ্ণ গরম জল দিচ্ছেন দেখভালের দায়িত্বে থাকা কর্মীরা। সেই জল পান করতে কোনও অসুবিধা হচ্ছে না তাদের।
শীতকালে বাঘদের প্রচুর স্ট্রেস হয়। তা কাটে কড লিভার অয়েলে। ক্যাপসুল আকারে সেটি মাংসের মধ্যে গুঁজে দেওয়া শুরু হচ্ছে প্রতিদিন। শীতকালে বাঘের খিদে বাড়াতে গোরুর মাংসের বদলে দেওয়া হচ্ছে মুরগির মাংস। সময় মতো যাবতীয় খাবার, ওষুধ ইত্যাদি দেওয়া হয়।
ঠান্ডা পড়তেই দেখা যায়, বাঘেরা জল কম খেতে শুরু করেছে। এতে ডিহাইড্রেশন হতে পারে। জলে অরুচির কারণ খুঁজতে গিয়ে বোঝা যায়, শীতে জল ঠান্ডা হয়ে যাওয়ায় তারা পান করতে চাইছে না। এরপরই উষ্ণ গরম জল দেওয়া শুরু হয়। গরম জল ওরা পান করছে। জলের পাত্রে দু-তিন ঘণ্টা বাদে বাদে উষ্ণ গরম জল দিচ্ছেন কর্মীরা। ওরা যাতে পর্যাপ্ত জল খায়, সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে।