প্রযুক্তি বিভাগে ফিরে যান

সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খোলার জন্য বাবা-মায়ের অনুমতি নিতে হবে নাবালকদের?

January 5, 2025 | < 1 min read

ছবি: নিজস্ব চিত্র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে বড়দের অনুমতি লাগবে ১৮ বছরের কমবয়সিদের। বাবা-মা বা দু’জনের অবর্তমানে অন্য কোনও অভিভাবকের অনুমতিসাপেক্ষে সমাজমাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারবে নাবালক-নাবালিকারা। কেন্দ্রের আইনের খসড়ায় এ প্রস্তাব আনা হয়েছে। শুক্রবার, খসড়া প্রকাশ করেছে কেন্দ্র সরকার। এই নিয়ে নাগরিকদের মতামত জানতে চেয়েছে কেন্দ্রের তথ্যপ্রযুক্তি মন্ত্রক।

ডিজিটাল ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন, ২০২৩-র খসড়ায় অপ্রাপ্তবয়স্কদের সমাজমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে এমনই কথা বলা হয়েছে। নাবালকদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত করায় জোর দিতে চাইছে কেন্দ্র। অনূর্ধ্ব আঠারো নাগরিকরা বাবা-মায়ের অনুমতিসাপেক্ষে সমাজমাধ্যমে অ্যাকাউন্ট খুললে কী সুবিধা হবে, কী কী অসুবিধা হতে পারে, সে বিষয়ে জনসাধারণের মতামত জানতে চাওয়া হয়েছে। যে কেউ সরকারি ওয়েবসাইট MyGov.in-এ গিয়ে নিজেদের মতামত জানাতে পারবেন।

সমাজমাধ্যমে অ্যাকাউন্ট খোলার আগে বাবা-মায়ের অনুমতি নেওয়া হয়েছে, তা নিশ্চিত করতে সরকারি পরিচয়পত্রের সাহায্য নেওয়া হবে। তবে শিক্ষা প্রতিষ্ঠান ও শিশুকল্যাণ সংস্থার ক্ষেত্রে কিছু নিয়মে ছাড় দেওয়া হবে।

খসড়ায় বলা হয়েছে, সমাজমাধ্যমে ব্যক্তিগত তথ্য ছড়িয়ে পড়লে ব্যবহারকারী সংশ্লিষ্ট সংস্থার কাছে সেই তথ্য মুছে দেওয়ার দাবি জানাতে পারবেন, কৈফিয়তও চাইতে পারবেন। খসড়া আইনে, তথ্য আদানপ্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা বৃদ্ধির প্রস্তাবও করা হয়েছে। কোনওভাবে ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে গেলে সংশ্লিষ্ট সংস্থার কাছে ২৫০ কোটি টাকা পর্যন্ত জরিমানার প্রস্তাবও করা হয়েছে। নজরদারির জন্য একটি তথ্য সুরক্ষা বোর্ড গঠনের পরিকল্পনা রয়েছে সরকারের। তথ্য ফাঁসের ঘটনার তদন্ত করে সেই বোর্ড, জরিমানাও নির্ধারণ করবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Facebook, #children, #Under age, #Social Media, #parents

আরো দেখুন