← স্বাস্থ্য বিভাগে ফিরে যান
শীতকালে স্নান করার সময় সাবধান না থাকলে হতে পারে ব্রেন স্ট্রোক
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শীতকালে ঠাণ্ডা জল দিয়ে স্নান করার সময় মাথায় ঠান্ডা জল পড়লেই তা অ্যাড্রেনালিন হরমোন নিঃসরণ করে যা দ্রুত মস্তিষ্কের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। এ কারণে হঠাৎ করে রক্তচাপ বেড়ে যায়। যার ফলে ব্রেন স্ট্রোকের ঘটনা বেড়ে যায়।
চিকিৎসক জানাচ্ছেন, শীতকালে উষ্ণ গরম জলে স্নান করতে হবে। জল কখনওই প্রথমে মাথায় ঢালবেন না। জল প্রথমে ঢালতে হবে পায়ের পাতায়, তারপর মাথায়। শীতকালে স্নানের সময় জল শুরুতেই মাথায় ঢাললে স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। গবেষণায় দেখা গিয়েছে, শীতকালে স্নানের সময় প্রথমেই মাথায় জল ঢাললে প্যারালিসিস হওয়ার ঝুঁকিও থাকে।