রাজ্য বিভাগে ফিরে যান

নিউটাউনের পর হুগলির উত্তরপাড়ায় তৈরি হতে চলেছে বাংলার দ্বিতীয় ইকোপার্ক

January 6, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কলকাতার আদলে এবার নয়া ইকোপার্ক তৈরি হতে চলেছে হুগলির উত্তরপাড়ায়। বর্ষাবন, জলসাফারি, লাইট ও সাউন্ডের খেলা, বিভিন্ন বিখ্যাত স্থাপত্যের আদল, অনুষ্ঠান বাড়ি ও মিউজিয়াম থাকবে সেখানে। প্রকল্পের কাজ আরম্ভ করেছে রাজ্য পুরদপ্তর। উত্তরপাড়া পুরসভার জলপ্রকল্পের পাম্পিং স্টেশনের কাছে বিরাট এলাকাজুড়ে এই ইকোপার্ক তৈরি হবে। কেএমডিএ এই প্রকল্প রূপায়ণ করবে। রাজ্য ইতিমধ্যেই প্রায় আড়াই কিলোমিটার এলাকা ঘিরে দেওয়ার জন্য প্রায় পৌঁনে তিন কোটি টাকা বরাদ্দ করেছে।

ঐতিহ্যের উত্তরপাড়ার মুকুটে পার্ক বাড়তি পালক জুড়বে। প্রকল্পের সীমানা প্রাচীর তৈরির কাজ খুব দ্রুত শুরু হবে বলে জানা গিয়েছে। আশা করা হচ্ছে, দ্রুত প্রাথমিক পর্বের কাজ শেষ হবে। নিটাউনের আদলে উত্তরপাড়ায় এমন ইকোপার্ক তৈরি হলে শহরের গুরুত্ব বাড়বে। অর্থনীতির উপরেও প্রভাব পড়বে।

জানা গিয়েছে, প্রায় ১০০ বিঘা জমিতে পার্ক গড়ে উঠছে। যার একদিকে জি টি রোড, অন্যদিকে রাজ্যের দ্বিতীয় বৃহত্তম জলপ্রকল্প।। জিটি রোড থাকায় যাতায়াতের সুবিধা মিলছে। উত্তরপাড়ার ইকোপার্ক কলকাতা শহরতলির একাধিক জেলার মানুষের কাছে বিকল্প দ্রষ্টব্য হয়ে উঠবে। জানা গিয়েছে, পুরদপ্তর ইতিমধ্যেই ২ কোটি ৭৮ লক্ষ ৮৭ হাজার ৫৮৯ টাকা বরাদ্দ করেছে। শীঘ্রই প্রকল্পের কাজ শুরু হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#eco-park, #uttarpara, #hooghly

আরো দেখুন