লক্ষ্য পূরণ হচ্ছে না! সদস্য সংগ্রহের দিন বাড়িয়েই চলেছে বিজেপি
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিজেপি’র সদস্য সংগ্রহের দিন বাড়িয়েই চলেছে দলীয় নেতৃত্ব। এই অবস্থায় এবার তারা বুথ সভাপতি নির্বাচন করতে চাইছে। কিন্তু তা করতে গিয়েই কার্যত ফাঁপরে পড়েছে গেরুয়া শিবির। দলীয় সিদ্ধান্ত হল, যে সব বুথে প্রাথমিক সদস্য সংখ্যা ৫০ বা তার বেশি, সেখানে বুথ সভাপতি নির্বাচন করতে হবে। কিন্তু বারাসত সাংগঠনিক জেলার ক্ষেত্রে সিংহভাগ বুথেই সদস্য সংখ্যা ৫০ পেরয়নি, ফলে বুথ সভাপতি নির্বাচন পর্ব কার্যত অথই জলে!
বিজেপি সূত্রে জানা গিয়েছে, শনিবার সল্টলেকে বিজেপির সদস্যতা সংগ্রহ অভিযান নিয়ে বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা সুনীল বনসল সহ অন্যান্যরা। বারাসত সাংগঠনিক জেলায় রয়েছে প্রায় ২ হাজার বুথ। কিন্তু, এর মধ্যে অর্ধেক বুথেই ৫০ জন করে প্রাথমিক সদস্য নেই বলে সূত্রের দাবি। সংখ্যালঘু প্রধান এলাকায় বিজেপির অবস্থা শ্রীহীন। বারাসতে মহকুমায় একটা বড় অংশই হচ্ছে সংখ্যালঘু ভোটার। ফলে এই দিকটি নিয়ে যথেষ্ট চিন্তিত বিজেপির নেতারা। দলের একটি সূত্রের খবর, ৫০ জন করে সদস্য প্রাথমিকভাবে সংগ্রহ হয়েছে কমবেশি ৫০০টির মতো বুথে। বাকিগুলিতে অধরা।
১৮-২৫ জানুয়ারি বুথস্তরে নির্বাচন। কিন্তু বারাসতে তা সম্ভব হবে না। পাশাপাশি বুথ ও মণ্ডল সভাপতি নির্বাচন নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। ফলে দলের সাংগঠনিক কঙ্কালসার দশা প্রকাশ্যে আসতে চলেছে। দলের ওই অংশের দাবি, ছাব্বিশে বিধানসভা নির্বাচন। তার আগে দলের নেতা-কর্মীদের অবস্থা চাঙ্গা করতে না পারলে ভোটে তার প্রভাব পড়বে। এখন যা অবস্থা, তাতে হালে পানি পাচ্ছে না তারা। এর জেরে সাধারণ ভোটাররাও বিজেপির থেকে মুখ ফেরাতে শুরু করেছেন। নেতারা মুখে লম্বা চওড়া ভাষণ দিলেও বাস্তবের জমিতে ‘পদ্ম’ ফোটাতে পারছেন না।