রিমোট অ্যাক্সেস সাইবার কেলেঙ্কারিতে ডিআরডিও-র আধিকারিক ১৩ লাখ টাকা খুইয়েছেন, কীভাবে নিজেকে রক্ষা করবেন
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পুনেতে ডিআরডিও-র ৫৭ বছর বয়সী সিনিয়র টেকনিক্যাল অফিসার সাইবার প্রতারণার শিকার হয়েছেন। অপরাধীরা তাকে ১৩ লাখ টাকা খুইয়েছেন তিনি।
নিজেদেরকে ব্যাংক প্রতিনিধি হিসাবে পরিচয় দিয়ে প্রতারকরা. তাঁকে একটি হোয়াটসঅ্যাপ বার্তা পাঠায়। তাতে বলা হয় একটি কেওয়াইসি আপডেট জরুরি। যদি দ্রুত কেওয়াইসি আপডেট না করা হয়, তাহলে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে।
ব্যাঙ্ক থেকে বার্তাটি পাঠানো হয়েছে বলে তিনি লিঙ্কটি ক্লিক করেন এবং তাঁর ফোনে একটি ফাইল ডাউন লোড করেন। সেই ফাইলে এমন ম্যালওয়্যার ছিল যা প্রতারকদের তাঁর ডিভাইসের রিমোট অ্যাক্সেস প্রদান করে। ফাইলটি ডাউনলোড করার কিছুক্ষণের মধ্যেই, তাঁর ফোনে একাধিক ওটিপি আসে। যদিও তিনি সেই সময় কোনও লেনদেন করেননি, তবুও সাইবার অপরাধীরা তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় ১২.৯৫ লাখ টাকা চুরি করে।
অস্বীকৃত লেনদেনের বিষয়ে জানার পরই তিনি বুঝতে পারেন যে তাঁর অর্থ চুরি হয়েছে। তিনি দ্রুত পুনের সাইবার পুলিশ স্টেশনে গিয়ে অভিযোগ দায়ের করেন।