রবীন্দ্র সরোবরে জন্তু-জানোয়ারকে খাবার দেওয়া নিয়ে জারি কি নিয়ম?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আর রবীন্দ্র সরোবর লেকে যত্রতত্র জন্তু-জানোয়ারকে খাবার দেওয়া যাবে না। নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি। রবীন্দ্র সরোবরের বাইরের বিভিন্ন গেটে ব্যানার টাঙিয়ে নিষেধাজ্ঞা জানিয়ে দেওয়া হয়েছে। কুকুর, বিড়াল খাওয়ানোর জন্য চারটি জায়গা চিহ্নিত করে দেওয়া হয়েছে। সেখানে তাদের খাবার দিতে হবে।
পশুপ্রেমীদের দাবি, কোন কোন জায়গায় খাওয়ানো যাবে বোর্ডে দিয়ে স্থানগুলি জানানো হয়নি। পশুপ্রেমীদের আশঙ্কা, খাবার না-পেয়ে কুকুর উত্তেজিত হয়ে উঠতে পারে। কামড়ও দিতে পারে। নিরাপত্তাকর্মীদের সতর্ক দৃষ্টি রাখার দাবিও জানিয়েছেন তাঁরা।
কেএমডিএ জানিয়েছে, সরোবরে এক নম্বর গেটে বুদ্ধ মন্দিরের কাছে, কলকাতা রোয়িং ক্লাব সংলগ্ন চত্বরে আট নম্বর গেটে, নজরুল মঞ্চের কাছে ১১ নম্বর গেটে ও গোলপার্কের দিকে ১২ নম্বর গেটে খাওয়ানোর জন্য নির্দিষ্ট হয়েছে। জানা গিয়েছে, মূলত কুকুরকে খাওয়ানোর প্রেক্ষিতে নির্দেশকা দেওয়া হয়েছে।
সবোররে আসা অনেকে অভিযোগ করেন, ওয়াক ওয়েতে ও বিভিন্ন জায়গায় কুকুর, বিড়াল খাওয়ানোর পর উচ্ছিষ্ট পড়ে থাকে। হাঁটাচলা করতে সমস্যা হয়। এমন অভিযোগের পর প্রথমে ঠিক হয়, সরোবরের ভিতর পশুদের খাওয়ানো পুরোপুরি বন্ধ করা হবে। কিন্তু কেএমডিএ চারটি জায়গা নির্দিষ্ট করেছে।