সুকান্তর পর বঙ্গ BJP-র সভাপতির মসনদ কার! চর্চায় কাদের নাম?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নতুন বছর পরে গিয়েছে। পাক্কা এক বছরের মাথায় বেজে উঠবে বঙ্গের বিধানসভা ভোটের বাদ্যি। কিন্তু বিজেপি নেতৃত্ব এখনও রাজ্য সভাপতি ঠিক করতে পারছে না।
পরবর্তী রাজ্য সভাপতি কে হবেন, তা নিয়ে দলের অভ্যন্তরে চর্চা তুঙ্গে। দলের অন্দরের খবর, দৌড়ে এগিয়ে রয়েছেন জ্যোতির্ময় সিং মাহাতো, অগ্নিমিত্রা পাল, এবং শমীক ভট্টাচার্য। সূত্রের খবর, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নামও প্রাথমিকভাবে আলোচনায় ছিল। তবে এখন তিনি দলের রাজ্য শাখার মসনদ দখলের লড়াইয়ের ময়দানে নেই।
মূলত তিনটি নাম উঠে এসেছে।
জ্যোতির্ময় সিং মাহাতো: সাধারণ কর্মীদের মধ্যে এই সাংসদের গ্রহণযোগ্যতা রয়েছে বলে শোনা যায় গেরুয়া পার্টির অন্দরে।
অগ্নিমিত্রা পাল: অগ্নিমিত্রা পাল রাজ্যের বিজেপির অন্যতম মহিলা মুখ। শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হওয়ার সুবাদে তিনি দলের বঙ্গ শাখার সর্বেসর্বার পদে বসতে পারেন।
শমীক ভট্টাচার্য: শমীক দীর্ঘদিনের রাজনীতিক। সুবক্তা হিসাবে তিনি পরিচিত। দলের পুরনো কর্মীদের মধ্যে তিনি জনপ্রিয়।
শোনা যাচ্ছে, পদ্ম পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব খুব শীঘ্রই নতুন সভাপতির নাম ঘোষণা করবে। কেন্দ্রের নেতারা অত্যন্ত সতর্ক। কেন্দ্রীয় নেতৃত্ব সভাপতি পদে এমন কাউকে বসাতে চাইছে, যিনি দলের সবস্তরে গ্রহণযোগ্য হবেন এবং সংগঠনের শক্তি বৃদ্ধি করতে পারবেন।