দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

প্রথম থেকেই তুমুল সাড়া, পাঁচ দিনে কোন রেকর্ড গড়ল ‘সেবাশ্রয়’ কর্মসূচি?

January 7, 2025 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রথম দিন থেকে মিলছে বিপুল সাড়া। পাঁচ দিনে প্রায় ষাট হাজার মানুষ চিকিৎসা পরিষেবা পেয়েছেন ‘সেবাশ্রয়’ কর্মসূচি থেকে। কর্মসূচি আরম্ভ হয়েছিল গত বৃহস্পতিবার। সোমবারের মধ্যে ডায়মন্ড হারবারের বিপুল সংখ্যক মানুষের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে গেল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় কর্মসূচির মাধ্যমে।

ডায়মন্ড হারবারের ৪১টি স্বাস্থ্য শিবিরে সোমবার পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেয়েছেন ৫৮,৫৮২ জন। ৩২,০৬৭ জনের বিভিন্ন শারীরিক পরীক্ষা করানো হয়েছে। আল্ট্রাসাউন্ড সোনোগ্রাফি (ইউএসজি) এবং ইসিজি-ও করা হচ্ছে। ৩০, ০৪৯ জনকে বিনামূল্যে ওষুধ দেওয়া হয়েছে। শিবিরে স্বাস্থ্য পরীক্ষার পর ১,৩৩২ জনকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “প্রত্যেকের সুস্বাস্থ্যের প্রতিশ্রুতি নেওয়া হয়েছে। সেই লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি। আসুন সকলে মিলে সেবাশ্রয় নামক এই প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যাই এবং নিশ্চিত করি কেউ যেন পিছিয়ে না থাকেন। স্বাস্থ্যই সম্পদ। সকলের সুস্বাস্থ্য কামনা করি।”

সোমবার একদিনে রেকর্ড সংখ্যক ১৮,৭৭৫ জন মানুষ স্বাস্থ্য পরিষেবা পেয়েছেন, ৮,৮৯৫টি ডায়াগনস্টিক টেস্ট হয়েছে, ৮,৮৬২ জন বিনামূল্যে ওষুধ পেয়েছেন এবং ৩০২ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।

সেবাশ্রয় শিবিরে বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা পাচ্ছেন ডায়মন্ড হারবারের মানুষ। ক্যান্সারের মতো মারণ রোগ নিরাময়েরও চেষ্টা চালাচ্ছেন চিকিৎসকরা। হৃদযন্ত্রে জটিল সমস্যা ধরা পড়লে, যথাযথ পদক্ষেপ করা হয়েছে। সোমবার স্বাস্থ্য শিবিরে এসেছিল ন’বছরের সাদিকা সুলতানা। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিল সে। সেবাশ্রয় স্বাস্থ্য শিবির থেকে সাদিকাকে ডায়মন্ড হারবার হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার চিকিৎসা চলছে। সাদিকার বাবা আলি হোসেন মোল্লা জানান, সেবাশ্রয় কর্মসূচি অত্যন্ত ভাল উদ্যোগ। স্বাস্থ্য শিবিরে এসে স্বেচ্ছাসেবকদের খুব ভাল ব্যবহার পেয়েছেন বলেও জানান তিনি। ডায়মন্ড হারবারবাসীরা বলছেন, এত ভাল পরিষেবা মিলবে তা সেবাশ্রয় কর্মসূচিতে না এলে বুঝতে পারতেন না তাঁরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Sebashray Health Camp, #Sevashray, #abhishek banerjee, #Diamond Harbour

আরো দেখুন