দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা, মঙ্গলবার সন্ধে হতেই শিলা বৃষ্টি শৈল শহরে, আনন্দে মতলেন পর্যটকেরা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মঙ্গল ও কাল, বুধবার পাহাড়ের উঁচু উপত্যকায় তুষারপাত ও বৃষ্টির সম্ভবনা প্রবল। সমতলে বাড়বে কুয়াশার দাপট। সোমবার আবহাওয়ার এমন পূর্বাভাস ঘোষণা করেছে সিকিম কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। এই অবস্থায় এদিন থেকে পাহাড়ে বাতিল করা হল টয় ট্রেনের দু’টি জয় রাইড। টানা তিন সপ্তাহ ট্রেনগুলি চলবে না। এদিন এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করেছে উত্তর-পূর্ব সীমান্ত রেল।
মঙ্গলবার সন্ধে হতেই শিলা বৃষ্টি শৈল শহর দার্জিলিংয়ে আনন্দে মতলেন পর্যটকেরা। অনেক পর্যটক বলছেন, এ যেন মিনি তুষারপাত। আর বৃষ্টি হতেই ঠান্ডার দাপট। কনকনে ঠান্ডায় কাঁপছে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পাহাড়ে ঘুরতে আসা পর্যটকেরা। ঠান্ডার মরশুমে পর্যটকদের ভিড়ে জমজমাট শৈলশহর দার্জিলিং। বৃষ্টির পরেই হু হু করে কমতে শুরু করেছে পারদ। দার্জিলিংয়ের প্রাণকেন্দ্র মল রোড জমজমাট পর্যটকদের ভিড়ে। ছাতা মাথায় মল রোডে দাঁড়িয়ে ঠান্ডার আমেজ উপভোগ করছে পর্যটকেরা। চলতি সপ্তাহেই সাদা বরফের চাদরে মুড়তে পারে দার্জিলিং।
জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারেও ঠান্ডার তীব্রতা বেড়েছে। এমন আবহাওয়া আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আজ ও কাল দুই পাহাড়ে এবং সংলগ্ন ডুয়ার্সের বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ের উঁচু উপত্যাকায় তুষারপাত হতে পারে। এতেই পাহাড়-সমতলে ঠান্ডার দাপট কিছুটা বাড়বে। সিকিম কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের অধিকর্তা গোপীনাথ রাহা বলেন, ফের পশ্চিমীঝঞ্ঝা সক্রিয় হয়েছে। এজন্যই পাহাড়ের উঁচু উপত্যাকায় তুষারপাত ও বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। সমতলে কুয়াশার দাপট বাড়বে।