দেশীয় প্রযুক্তিতে ভারতে প্রথম চালকবিহীন মেট্রো তৈরি হল বাংলার টিটাগড়ে
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ থেকে চল্লিশ বছর আগে ভারতের প্রথম মেট্রো রেল পরিষেবা শুরু হয়েছিল কলকাতায়। এবার দেশের প্রথম চালকবিহীন মেট্রো ট্রেন তৈরি হল বাংলায়। দেশীয় প্রযুক্তিতে প্রথম চালকবিহীন মেট্রো ট্রেন তৈরি করেছে টিটাগড় রেল সিস্টেমস। সোমবার, উত্তরপাড়ায় এক অনুষ্ঠানে ট্রেনটি বেঙ্গালুরু মেট্রো কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, বিশ্বের উন্নত দেশগুলোতে চালকবিহীন মেট্রো চলে। যদিও সেগুলো সম্পূর্ণ চালকবিহীন নয়। চালকের আসনে একজন ব্যক্তি বসেন। জরুরি পরিস্থিতিতেই তিনি ট্রেন চালান। অন্য সময় যাবতীয় যন্ত্র সঠিকভাবে কাজ করছে কি-না তার ওপর নজরদারির দায়িত্ব থাকে ওই ব্যক্তির ওপর।
দেশে প্রথম চালকবিহীন মেট্রো ট্রেন গড়ে নজির গড়লেন টিটাগড় রেল সিস্টেমসের ইঞ্জিনিয়ার ও কর্মীরা। স্টেনলেস স্টিলের তৈরি ট্রেনটি বেঙ্গালুরু মেট্রোর ইয়োলো লাইনে চলবে। আপাতত ১৮ কিলোমিটার রেলপথে যাতায়াত করবে সেটি। টিটাগড় রেল সিস্টেমস বা টিটাগড় ওয়াগানের মুকুটে আরও একটি পালক জুড়ল। দেশের অন্যতম সেরা ট্রেন কোচ ও রেল প্রযুক্তি নির্মাণ সংস্থা টিটাগড় রেল সিস্টেমস লিমিটেড। প্রতি বছর ৪০০ কোচ তৈরি হয় বাংলার এই কারখানায়। এছাড়াও রেলের প্রয়োজনীয় নানা গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ সরবরাহ করে এই সংস্থা। আগামীতে বেঙ্গালুরু মেট্রোর জন্য আরও ট্রেনসেট তৈরি করবে এই সংস্থা।