রাজ্য বিভাগে ফিরে যান

অনুমতি ছাড়া এবং কর্মক্ষেত্রের ২০ কিলোমিটারের বাইরে প্রাইভেট প্রাকটিস নয়, চিকিৎসকদের নির্দেশ স্বাস্থ্য দপ্তরের

January 7, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অনুমতি ছাড়া কোনও ধরনের প্রাইভেট প্রাকটিস নয়। চিকিৎসকদের জন্য নয়া নির্দেশিকা জারি করল রাজ্যের স্বাস্থ্য দপ্তর। সমস্ত সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য এই নির্দেশিকা জারি হয়েছে। প্রত্যেক চিকিৎসককে সপ্তাহে ন্যূনতম ৬ দিন এবং ৪২ ঘণ্টা ডিউটি করতে হবে — দু’দিন আগেই জানিয়েছিল স্বাস্থ্য ভবন। সোমবার এল আরও কড়া নির্দেশিকা।

নতুন নির্দেশনামায় জানানো হয়েছে, সরকারি চিকিৎসকদের কর্মক্ষেত্রের ২০ কিমির বাইরে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস। পাশাপাশি ডিরেক্টর অব হেলথ সার্ভিস বা ডিরেক্টর অব মেডিক্যাল এডুকেশনের থেকে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ নিতে হবে প্রাইভেট প্র্যাকটিসের জন্য।

স্বাস্থ্য দপ্তরের কাছে অভিযোগ গিয়েছে, সরকারি হাসপাতালের কোয়ার্টারে প্রাইভেট প্র্যাকটিস করছেন চিকিৎসকরা। সরকারি যে কোয়ার্টার তাঁরা পাচ্ছেন সেখানেই রোগী দেখার কাজ করছেন৷ এরপরই কড়া নির্দেশ দিল স্বাস্থ্যভবন। বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, সরকারি হাসপাতালের কোয়ার্টারে কোনও প্র্যাকটিস করা যাবে না। এই সমস্ত নির্দেশ দিয়েই বিজ্ঞপ্তি সোমবার প্রকাশ করা হয়েছে।

প্রসঙ্গত, সরকারি হাসপাতালের চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস নিয়ে রয়েছে বিভিন্ন বিতর্ক। এর আগেও স্বাস্থ্য দপ্তরের তরফে একাধিক নির্দেশিকা দেওয়া হয়েছিল। সেখানে বলা হয়েছিল, সরকারি হাসপাতালের সমস্ত কাজ মিটিয়ে তারপরেই প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন চিকিৎসকরা। এর পাশাপাশি বলা হয়েছে, যদি সরকারি হাসপাতালে ডাক পড়ে তবে তৎক্ষণাৎ তাঁকে আসতে হবে। জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের মধ্যেও একাধিকবার এই প্রাইভেট প্র্যাকটিস নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

আরজি কর আন্দোলনের সময়ই চিকিৎসকদের কর্মবিরতি চলাকালীন বহু চিকিৎসকদের চুটিয়ে প্রাইভেট প্র্যাকটিস করার অভিযোগ উঠেছিল। বিষয়টি নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জুনিয়র ডাক্তারদের নিয়ে একটি বৈঠকে তিনি জানিয়েছিলেন, কর্মবিরতি চলাকালীন ৫৬৩ জনের প্রাইভেট প্র্যাকটিসের তথ্য রয়েছে তাঁর হাতে।

TwitterFacebookWhatsAppEmailShare

#private practice, #West Bengal, #health department

আরো দেখুন