ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল-তিব্বত সীমান্ত, অন্তত ৩৬ জনের মৃত্যু এখনও পর্যন্ত
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল-তিব্বত সীমান্ত। মঙ্গলবার সকাল ৬টা ৩৫ মিনিটে প্রথম ভূমিকম্পটি অনূভূত হয়। কম্পনের উৎসস্থল ছিল নেপাল-তিব্বত সীমান্তের কাছে শিজ্যাং। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.১। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে জানা গিয়েছে, ভূমিকম্পে এখনও পর্যন্ত ৩৬ জনের মৃত্যু হয়েছে। হতাহতের সংখ্যা চল্লিশ ছাড়িয়েছে, সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
দিল্লি, বিহার-সহ ভারতের বিরাট অংশে কম্পন অনুভূত হয়। প্রথম কম্পনের প্রায় আধঘণ্টার মধ্যে আরও দুবার আফটার শক হয়। মঙ্গলবার সকাল ৭টা ২ মিনিটে ৪.৭ মাত্রার আফটার শক হয়। পাঁচ মিনিটের মাথায় ফের ৪.৯ মাত্রায় কেঁপে ওঠে শিজ্যাং। আরও তিনবার লাগাতার আফটারশক হয় এলাকায়। এক ঘণ্টার মধ্যে ৬ বার কেঁপে উঠেছে নেপাল-তিব্বত সীমান্ত।
উত্তরবঙ্গের কিছু অঞ্চলেও মৃদু কম্পন অনুভূত হয়েছে। পাশাপাশি ভুটান এবং চীনের কিছু অঞ্চলেও কম্পন টের পাওয়া গিয়েছে। সিকিম, অসমের কিছু অঞ্চলেও ভূমিকম্প টের পাওয়া গিয়েছে।