রাজ্য বিভাগে ফিরে যান

বাংলায় বৃদ্ধি পেল মহিলা ভোটারের সংখ্যা!

January 7, 2025 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিগত কয়েকটি নির্বাচনে বাংলায় ভোটদানের হারে পুরুষদের ছাপিয়ে গিয়েছিলেন মহিলারা। এবার ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রেও পুরুষদের টেক্কা দিলেন মহিলারা।

সোমবার, রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। রাজ্যের মোট ভোটার সংখ্যা ৭ কোটি ৬৩ লক্ষ ৯৬ হাজার ১৬৫। এবার ভোটার তালিকায় নাম তুলেছেন ১০ লক্ষ ৭৮ হাজার ১১৯ জন। তালিকা থেকে বাদ গিয়েছে ৬ লক্ষ ৯৬ হাজার ৬৭০ জনের নাম। রাজ্যে মোট ৩ লক্ষ ৮১ হাজার ৪৪৯ জন ভোটার বেড়েছে। যার মধ্যে মহিলা ভোটার বেড়েছে ২ লক্ষ ১ হাজার ৬৮৪ জন। পুরুষ ভোটার বৃদ্ধির সংখ্যা ১ লক্ষ ৭৯ হাজার ৭৪০। বাংলায় ভোটারের লিঙ্গভিত্তিক অনুপাত ৯৬৯, যা অন্য রাজ্যের তুলনায় যথেষ্ট ভাল বলেই মত বিশেষজ্ঞদের।

জানা গিয়েছে, যাঁরা বাদ পড়েছেন, তাঁদের মধ্যে অনেকের ভোটার কার্ড নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল। ৪ লক্ষ ৯০২ জন মৃত ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। অন্যত্র চলে গিয়েছেন, এমন ২ লক্ষ ৮৬ হাজার ৬৩৮ ভোটারের নাম বাদ পড়েছে। ৯ হাজার ১৩০ জন ভোটারের নাম তালিকায় দু’জায়গায় নথিভুক্ত হওয়ায় সেগুলি বাদ দেওয়া হয়েছে।

কমিশনের তথ্য অনুযায়ী, রাজ্যে ১৮-১৯ বছরের ভোটার রয়েছেন ৫ লক্ষ ৯৫ হাজার ৮৯১ জন অর্থাৎ ০.৭৮ শতাংশ। পুরুষ ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৮৭ লক্ষ ৯৩ হাজার ৭৪৩। মহিলা ভোটারের সংখ্যা ৩ কোটি ৭৬ লক্ষ ৬১১। তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ১,৮১১ এবং সার্ভিস ভোটারের সংখ্যা ১ লক্ষ ১০ হাজার ৩০৬।

রাজ্যের মহিলাদের মধ্যে ভোটার তালিকায় নাম তোলার এহেন উৎসাহ-উদ্দীপনার কারণ হিসাবে রাজ্যের প্রকল্পকে দায়ী করছেন বিশেষজ্ঞ মহল। তাদের মতে, রাজ্য সরকারের ‘লক্ষ্মীর ভাণ্ডার’, ‘রূপশ্রী’, ‘আনন্দধারা’ সহ মহিলাদের জন্য একের পর এক প্রকল্পের প্রভাব অস্বীকার করা যায় না। আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে মহিলাদের অগ্রাধিকার সার্বিকভাবে গণতান্ত্রিক রীতিনীতি ও ব্যবস্থার প্রতি মেয়েদের আগ্রহী করে তুলেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #female voters, #New Voter List

আরো দেখুন