রাজ্য বিভাগে ফিরে যান

মাধ্যমিকে প্রশ্নপত্র ফাঁস রুখতে কিউআর কোডের পাশাপাশি থাকবে সিরিয়াল নম্বরও

January 7, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মালদহে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি সভায় যোগ দিতে এসে সোমবার পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বললেন, মাধ্যমিকে প্রশ্নপত্র ফাঁস রুখতে কিউআর কোডের পাশাপাশি থাকছে সিরিয়াল নম্বরও। এর মাধ্যমে কোন সেন্টারে, কোন ঘরে প্রশ্নপত্র যাচ্ছে, তার হিসেব থাকবে। কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে পরিদর্শক এবং পরীক্ষার্থীকে সহজেই চিহ্নিত করা সম্ভব হবে।

পর্ষদ সভাপতি জানান, মালদহে কিছু অসাধু ব্যক্তি ছাত্রদের সামনে রেখে পরীক্ষায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করে। সেসব আটকে পরীক্ষা নেওয়াই আমাদের উদ্দেশ্য। আমাদের টার্গেট ‘জিরো ইন্সিডেন্টস, জিরো টলারেন্স’। অভিভাবকদের কাছে আমাদের একটাই আবেদন, ছেলেমেয়েদের কোনও ডিভাইস বা ইনসট্রুমেন্ট দিয়ে পাঠাবেন না। তাহলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হবে।

মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এদিন মালদহে জোড়া বৈঠক করেন পর্ষদ সভাপতি। প্রথমে তিনি ডিএম অফিসে জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক সহ প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন। পর্ষদ এবং প্রশাসনের মধ্যে সমন্বয়ের বার্তা দেন সভাপতি। এদিন বিকেলে ইংলিশবাজারের ললিতমোহন শ্যামমোহিনী হাইস্কুলের সভাকক্ষে জেলার সমস্ত সেন্টারের সেক্রেটারি, ভেন্যু সুপারভাইজার, অফিসার ইন চার্জদের সঙ্গে পর্ষদ সভাপতি বৈঠক করেন। ডিআই সহ শিক্ষাদপ্তরের আধিকারিকরাও এই বৈঠকে হাজির ছিলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#question paper, #QR code, #serial number

আরো দেখুন