কলকাতা বিভাগে ফিরে যান

দেশের IT হাব হওয়ার পথে আরও এক ধাপ এগলো রাজ্য, টোকিওর তথ্য-প্রযুক্তি সংস্থা নতুন অফিস খুলল বাংলায়

January 7, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলাই এখন বিনিয়োগের সেরা ঠিকানা। একের পর এক তথ্য-প্রযুক্তি সংস্থা আসছে বাংলা। সদ্য সল্টলেক সেক্টর ফাইভ নতুন অফিসের উদ্বোধন করল টোকিওর একটি আইটি সার্ভিস ও কন্সালটিং কোম্পানি। নয়া বছরের গোড়াতেই পথচলা শুরু করল কোনিকা মিনোল্টা বিজনেস সলিউশনস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। মনে করা হচ্ছে, এই সংস্থার মাধ্যমে কর্মসংস্থান হবে রাজ্যে।

অন্যদিকে, ধীরে ধীরে গড়ে উঠছে বেঙ্গল সিলিকন ভ্যালি টেক হাব। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, আদানি এন্টারপ্রাইজ, টিসিএসের মতো একাধিক সংস্থা সেখানে জমি নিয়েছে। ২০২৫ সালের শেষের দিকে সিলিকন ভ্যালি চালু হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

নিউটাউনে আড়াই’শো একরের টেক হাব তৈরি হলে প্রায় এক ট্রিলিয়ন বিনিয়োগ আসতে পারে। প্রায় পঞ্চাশ হাজার কর্মসংস্থান তৈরি হতে পারে। ইতিমধ্যে, বিগত বছরের একেবারে শেষের দিকে রাজারহাট নিউটাউনে ৫০ একর জমির ওপর ১৭.৫ একরে তৈরি হয়েছে ইনফোসিসের ক্যাম্পাসের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। সেখানে প্রায় চার হাজার কর্মসংস্থান হতে চলেছে। আগামীদিনে তা আরও বাড়বে। গত বছর মে মাস থেকেই সেখানে কাজ শুরু হয়েছে। নির্বাচনী বিধিনিষেধ থাকায় উদ্বোধনী অনুষ্ঠান করা হয়নি। প্রায় দু’হাজার জন কর্মী কাজ করছেন সেখানে। ধাপে ধাপে দেশের তথ্য-প্রযুক্তি হাবে পরিণত হচ্ছে বাংলা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Konica Minolta

আরো দেখুন