পরীক্ষায় হবু ডাক্তারদের দেদার টোকাটুকি, তাণ্ডব কোচবিহারের মেডিক্যাল কলেজ হাসপাতালে
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কোচবিহারের মহারাজা জিতেন্দ্রনারায়ণ মেডিক্যাল কলেজ হাসপাতালের দ্বিতীয় বর্ষের পরীক্ষায় সোমবারের পর মঙ্গলবারও নকলের ঘটনা সামনে আসতেই চোখ কপালে উঠেছে শিক্ষক, অভিভাবক সবার। ব্যাপক টোকাটুকি রুখতে এদিনও দুই পরীক্ষার্থীর খাতা বদলে দেওয়া হয়েছে। কেন এত কড়া ব্যবস্থা, এই অভিযোগে মেডিক্যাল কলেজের দোতলায় যেখানে পরীক্ষা চলছে সেখানকার শৌচাগারে ব্যাপক ভাঙচুরও করা হয়েছে। হবু ডাক্তারদের এমন তাণ্ডব ঘিরে চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে।
টোকাটুকিতে বাধা পেতেই মেধাবী ছাত্ররা নিমেষেই মারমুখী হয়ে উঠল! এমজেএন মেডিক্যাল কলেজের শৌচাগারের কমোড, বেসিন ভেঙে ফেলা হয়েছে। নকলে বাধা দেওয়ার কারণেই এই ঘটনা বলে দাবি মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের। টোকাটুকি বন্ধে কড়া নিরাপত্তার মধ্যেই পরীক্ষা গ্রহণ করা হচ্ছে বলেই পরীক্ষার্থীদের একাংশ এমনটা করেছে বলে অভিযোগ। যদিও কে বা কারা এমন করেছে তা নির্দিষ্ট করে বলেতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। কেন সুনির্দিষ্টভাবে নাম জানানো যাচ্ছে না, তা নিয়েও গভীর রহস্য দানা বাঁধছে।
কোচবিহার মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ডাঃ নির্মলকুমার মণ্ডল মঙ্গলবার স্পষ্ট বলেন, সোমবার সন্ধ্যায় কলেজের শৌচাগারে ভাঙচুর চালানো হয়েছে। পরবর্তীতে বিষয়টি আমাদের নজরে আসে। এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে আর না হয় তারজন্য নজরদারি বাড়ানো হয়েছে। গোটা ঘটনার কথাই পুলিসকে মৌখিকভাবে কলেজের পক্ষ থেকে জানানো হয়েছে। লিখিতভাবেও পুলিসকে পুরো বিষয়টি জানানো হবে। পরীক্ষা হলে কড়া নজরদারি চলছে। কোনও অবস্থাতেই নকল করা যাবে না বলে নির্দেশও দেওয়া হয়েছে। মঙ্গলবারও দুই পরীক্ষার্থী নকল করার কারণে তাদের খাতা বদলে দেওয়া হয়েছে।