রাজ্য বিভাগে ফিরে যান

আপনার ATM Card আছে? জেনে নিন কোন ব্যাঙ্কে দৈনিক কত টাকা তোলা যায়

January 8, 2025 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ইউপিআই পেমেন্টের যুগেও প্রচুর মানুষ এখনও পর্যন্ত নগদ অর্থতে কাজ করতে ভালবাসেন। দেশের বিভিন্ন অংশে ATM পরিষেবা রয়েছে। তাই এখন আর কেউ ঘন্টার পর ঘন্টা ব্যাঙ্কে লাইনে দাঁড়িয়ে টাকা তোলেন না। এটিএম থাকলেও টাকা তোলার ক্ষেত্রে বিশেষ কিছু নিয়ম রয়েছে। একদিনে ATM থেকে কত টাকা তুলতে পারবেন তা না জানলে মুশকিলে পড়তে পারেন।

জেনে নিন কোন ব্যাঙ্কে একদিনে ATM থেকে কত টাকা তুলতে পারবেন

SBI: নিয়ম অনুসারে আপনার কাছে যদি SBI-এর ডেবিট কার্ড বা ক্লাসিক ডেবিট কার্ড থাকে তাহলে আপনি একদিনে এটিএম থেকে নগদ ৪০ হাজার টাকা পর্যন্ত তুলতে পারবেন। আর যদি SBI ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড থাকে, তাহলে একদিনে তুলতে পারবেন প্রায় ১ লক্ষ টাকা।

HDFC: নিয়ম অনুসারে, আপনার যদি HDFC ব্যাঙ্কের NRO ডেবিট কার্ড থাকে সেক্ষেত্রে ATM থেকে তুলতে পারবেন দৈনিক ২৫ হাজার টাকা। HDFC ইন্টারন্যাশনাল বিজনেস কার্ড থাকলে একদিনে ৫০ হাজার টাকা তোলার সুবিধা পাবেন। যদি টাইটানাম রয়্যাল ডেবিট কার্ড থাকে তাহলে একদিনে তুলতে পারবেন ৭৫ হাজার টাকা। HDFC জেট প্রিভিলেজ ওয়ার্ল্ড ডেবিট কার্ড থাকে সেক্ষেত্রে আপনি ৩ লক্ষ অবধি টাকা তোলার সুবিধা পাবেন।

কানাড়া ব্যাঙ্ক: যদি কানাড়া ব্যাঙ্কের স্ট্যান্ডার্ড মাস্টার ডেবিট কার্ড থাকে তাহলে দিনে ৭৫ হাজার টাকা তুলতে পারবেন। আর প্ল্যাটিনাম ডেবিট কার্ড থাকলে দৈনিক ১ লক্ষ টাকা তুলতে পারবেন।

ICICI: নিয়ম অনুসারে, ICICI ব্যাঙ্কের কোরাল ডেবিট কার্ড থাকলে একদিনে প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকা তুলতে পারবেন। প্ল্যাটিনাম ডেবিট কার্ডের গ্রাহক হয়ে থাকলে সেক্ষেত্রে ১ লক্ষ টাকা তুলতে পারবেন। স্মার্ট শপার ডেবিট কার্ড থাকলে এটিএম থেকে ৫০ হাজার টাকা তোলার সুবিধা পাবেন।

অ্যাক্সিস ব্যাঙ্ক: অ্যাক্সিস ব্যাঙ্কের পাওয়ার স্যালুট ডেবিট কার্ড থাকলে দৈনিক ৪০ হাজার টাকা তুলতে পারবেন। অ্যাক্সিস ব্যাঙ্কের টাইটানিয়াম প্রাইম ডেবিট কার্ড থাকলে দৈনিক ৫০ হাজার টাকা তোলার সুবিধা রয়েছে। ভ্যালু প্লাস ডেবিট কার্ড থাকলে দিনে ১ লক্ষ টাকা তোলা যায়। বার্গানডি ডেবিট কার্ড থাকলে এটিএম থেকে দিনেই ৩ লক্ষ টাকা তোলা যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#atm, #BANK, #withdrawing cash

আরো দেখুন