← রাজ্য বিভাগে ফিরে যান
এক দশকে বাংলার স্বাস্থ্য খাতে ১.৫ লক্ষ কোটি টাকার রেকর্ড বিনিয়োগ
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিগত ১০ বছরে রাজ্যবাসীর স্বাস্থ্য পরিষেবা খাতে ১.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। গত ১২ বছরে বাংলার মেডিক্যাল কলেজের সংখ্যা ১১ থেকে ৩৫ হয়েছে। এমবিবিএস-র আসন সংখ্যা ১৩০০ থেকে বেড়ে ৫ হাজারেরও বেশি হয়েছে! সম্প্রতি দ্য অ্যাসোসিয়েট চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অব ইন্ডিয়ার সম্মেলনে এই তথ্য উঠে এসেছে।
বাংলার ২.৫ কোটি পরিবার স্বাস্থ্যসাথী বিমার মাধ্যমে সরাসরি উপকৃত হয়েছে। বিনামূল্যের রোগ পরীক্ষায় খোলা হয়েছে ১৬০টি ইউনিট। ১১০টি ন্যায্য মূল্যের ওষুধের দোকান চালু হয়েছে। ৬০-৭০ শতাংশ ছাড়ে বিক্রি হচ্ছে জেনেরিক মেডিসিন।