বিনোদন বিভাগে ফিরে যান

প্রয়াত কবি, চিত্রশিল্পী, প্রযোজক প্রীতিশ নন্দী

January 8, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রয়াত কবি, চিত্রশিল্পী, চলচ্চিত্র প্রযোজক এবং প্রাক্তন সংসদ সদস্য প্রীতিশ নন্দী। বুধবার তাঁর ৭৩ বছর বয়সে তাঁর প্রয়াণ হয়।

একজন সম্মানিত ম্যাগাজিন সম্পাদক এবং সাহিত্যিক, প্রীতিশ নন্দী ১৯৯৩ সালে তার প্রযোজনা সংস্থা, প্রীতিশ নন্দী কমিউনিকেশনস প্রতিষ্ঠা করেন। দূরদর্শনে তিনি দ্য প্রীতিশ নন্দী শো নামে একটি শো হোস্ট করেছেন।

তিন দশকেরও বেশি সময় ব্যাপ্ত একটি কর্মজীবনের সাথে, নন্দী ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে চিন্তা-উদ্দীপক এবং সমালোচকদের দ্বারা প্রশংসিত কিছু চলচ্চিত্র নির্মাণ ও পরিচালনা করেছেন।

তিনি প্রীতিশ নন্দী কমিউনিকেশনস-এর নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান এবং সৃজনশীল পরামর্শদাতা ছিলেন। কোম্পানির প্রথম অনুষ্ঠানটি ছিল দ্য প্রীতিশ নন্দী শো শিরোনামের একটি চ্যাট শো যা দূরদর্শনে প্রচারিত হয়েছিল। প্রীতিশ নন্দীর সবচেয়ে আইকনিক চলচ্চিত্রগুলির মধ্যে কয়েকটি হল –

১. জানে ভি দো ইয়ারো (১৯৮৩)
২. অনুপমা (১৯৯৪)
৩. ঝংকার বিটস (২০০৩)
৪. চামেলি (২০০৩)
৫. কাঁটে (২০০২)
৬. শব্দ (২০০৫)
৭. শাদি কে সাইড এফেক্টস (২০১৪)

TwitterFacebookWhatsAppEmailShare

#RIP, #Pritish nandy, #Pritish nandy communications

আরো দেখুন