← রাজ্য বিভাগে ফিরে যান
সাত দিনেই অনন্য নজির সেবাশ্রয়-র, বিনামূল্যে চিকিৎসা পেলেন এক লক্ষ মানুষ
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: একের পর এক নজির গড়ছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া সেবাশ্রয় কর্মসূচি। ২ জানুয়ারি, ডায়মন্ড হারবার বিধানসভায় শুরু হয়েছে বিনামুল্যের এই স্বাস্থ্য শিবির। আজ, সপ্তম দিনে প্রায় এক লক্ষ মানুষ ডায়মন্ড হারবার বিধানসভার স্বাস্থ্য শিবির থেকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেয়েছেন।
এ নিয়ে এক্স হ্যান্ডেলে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “চিকিৎসক, স্বেচ্ছাসেবক, ল্যাব টেকনিশিয়ান এবং প্রকল্পের সঙ্গে জড়িত সকলের নিরলস প্রচেষ্টা ছাড়া এই অবিশ্বাস্য কীর্তি অর্জন করা যেত না। জনগণের সেবায় আপনাদের নিষ্ঠা ছাড়া এটা সম্ভব হত না। এটি একটি সর্বকালের রেকর্ড!”