ডেটিং অ্যাপে লাস্যময়ী সেজে সেক্সটরশনের ফাঁদ যুবকের, রহস্য ভেদে রাজারহাট থানা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ঠোঁটে লাল লিপস্টিক, ডার্ক ব্রাউন সিল্কি চুল, গায়ের রং ধবধবে ফর্সা, চোখে গাঢ় কালো কাজল, এহেন মোহময়ীকে ভিডিও কলে একবার দেখার জন্য ডেটিং অ্যাপে জমত ভিড়। একা দেখা করার প্রস্তাব দিত তরুণী। দেখা করার আগে ছবি চাইত ওই তরুণী। তা পাঠালেই শুরু হত ব্ল্যাকমেল! মোটা টাকা আদায়। রাজারহাট থানার পুলিশ রহস্য ভেদ করল। অভিযুক্ত ধরা পড়ার পর পুলিশ জানতে পারে, সে মেয়ে নয়, আসলে যুবক! ভিডিওকলে তরুণী সেজেই সেক্সটরশনের কারবার চালাত ওই যুবক।
ধৃতের নাম ওয়াসিম আলি। রাজারহাট থানার রাইগাছি এলাকায় তার বাড়ি। ব্ল্যাকমেল করে বহু মানুষের থেকে টাকা আদায় করেছে সে। শুধু এ রাজ্য নয়, বেঙ্গালুরুতেও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের জন্য ধৃতকে পুলিশি হেপাজতে নেওয়া হয়েছে। একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ করা হয়েছে। প্রতারণার বহু তথ্যও এসেছে পুলিশের হাতে। যে নকল চুল পরে সে ভিডিওকল করত, সেই পরচুলাও উদ্ধার হয়েছে।
ডেটিং অ্যাপে নিজের প্রোফাইল খুলেছিল অভিযুক্ত। সেখানেই আগ্রহী ছেলে তথা কাস্টমারদের সঙ্গে আলাপ করত। কিছুদিন পর ভিডিও কল শুরু করত। ভিডিও কলে অশ্লীল কথোপকথনও চলত। কথোপকথনের মধ্যেই দেখা করার জন্য কাস্টমারদের গোপন ছবি পাঠাতে বলত। কেউ কেউ ভিডিও কলে ওই নকল তরুণীকে লাইভ দেখাতেন। কেউ কেউ আবার ছবি পাঠিয়ে দিতেন। তারপর ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেল করা আরম্ভ হত। কাস্টমারদের থেকে মোটা টাকা আদায় করা হত। লোক লজ্জারভয়ে কাস্টমারও দিয়ে দিতেন।