জালিয়াতির অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য থানায় হাজিরা এড়ালেন কোচবিহার দক্ষিণের BJP বিধায়ক নিখিলরঞ্জন দে
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে কালনার পুর চেয়ারম্যানের কাছে ৫ লক্ষ টাকা তোলা চাওয়ার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বিজেপি বিধায়ককে দ্বিতীয়বার তলব করেছিল শেক্সপিয়র সরণি থানার পুলিস। শেষ পর্যন্ত হাজিরা এড়ালেন কোচবিহার দক্ষিণের BJP বিধায়ক নিখিলরঞ্জন দে। বুধবার দুপুরে শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিলেন না কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে। সূত্রের খবর, ২০ জানুয়ারি পর্যন্ত সময় চেয়েছেন বিজেপি বিধায়ক। গেরুয়া বিধায়ক জানিয়েছেন, তিনি ব্যস্ত রয়েছেন। তাই এখন হাজিরা দিতে পারবেন না। উল্লেখ্য, প্রথমে সাতদিনের সময় চেয়েছিলেন বিজেপি বিধায়ক। সেই সময়সীমা শেষ হতেই কলকাতা পুলিশ ফের তাঁকে তলব করে। বিজেপি বিধায়কের দাবি, তিনি দ্বিতীয়বার কোনও নোটিশ পাননি।
কলকাতা পুলিসের দাবি, বিজেপি বিধায়কের লেটারহেড ও সই ব্যবহার করে কিড স্ট্রিটের এমএলএ হোস্টেলে মতো সুরক্ষিত জায়গায় ঘর নিয়ে তোলাবাজি চালাচ্ছিল তিনজন। তাদের গ্রেপ্তার করে পুলিশ। ওই মামলাতেই বিজেপি বিধায়ককে ডাকা হচ্ছে। মঙ্গলবার রাতে উত্তরবঙ্গ থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে। এমনকি বুধবার দুপুরে তিনি শেক্সপিয়র সরণি থানার তদন্তকারী অফিসারকে ফোন করে জানান, দুপুর দুটোর পর তিনি হাজিরা দেবেন। কিন্তু তারপরও তিনি থানায় যাননি। বিজেপি বিধায়কের এহেন ভূমিকায় কলকাতা পুলিশ তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারে।