দেশে প্রথম ই-ভেসেল চলবে কলকাতার গঙ্গায়, বাবুঘাটে উদ্বোধন মমতার
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দূষণ রোধে বিরাট জল পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বাবুঘাট থেকে গঙ্গাসাগর মেলার উদ্বোধনের দিনেই প্রথম ইলেকট্রিক ভেসেল উদ্বোধন করলেন তিনি।
জানা গিয়েছে, এই ইলেকট্রিক ভেসেল তৈরি করতে রাজ্য সরকারের খরচ হয়েছে সাড়ে ১৩ কোটি টাকা। যেটি তৈরি করেছে গার্ডেনরিচ শিপ বিল্ডার্স। এতে মূলত থাকছে দুই ধরনের পরিষেবা। এসি এবং নন এসি। এসিতে যেতে পারবেন ৩০ জন যাত্রী এবং নন এসিতে ৬২ জন যাত্রী নেওয়া যাবে । পরিবহণ দপ্তর সূত্রে খবর, আপাতত মিলেনিয়াম পার্ক থেকে বেলুড় মঠ হয়ে দক্ষিণেশ্বর পর্যন্ত যাবে এই ই-ভেসেল ।
পরিবেশ দূষণ কমাতে সাহায্য করবে এই বিদ্যুৎচালিত ভেসেল। এছাড়াও যাত্রীদের সুরক্ষা এবং স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করা হয়েছে এই ভেসেলে। এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামীদিনে আরও ১২টি ইলেকট্রিক ভেসেল এবং ১২টি ইলেকট্রিক বার্জ চালানোর বিষয়ে রাজ্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ করছে।