রাজ্য বিভাগে ফিরে যান

গলায় আটকে কয়েন, অভিষেকের ‘সেবাশ্রয়’-এর দ্রুত পদক্ষেপে প্রাণ বাঁচল খুদের

January 9, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অষ্টম দিনে পা রেখেছে স্বাস্থ্য শিবির ‘সেবাশ্রয়’। মোট ৪১টি শিবির মিলিয়ে ৮ দিনে এক লক্ষের বেশি মানুষ পরিষেবা পেয়েছেন। এর মধ্যে আজ বৃহস্পতিবার ঘটল মিরাক্যাল। খেলার সময়ে অসাবধানতায় কয়েন গিলে ফেলেছিল সাত বছরের খুদে। তড়িঘড়ি ছেলেকে নিয়ে ‘সেবাশ্রয়’ শিবিরে নিয়ে আসেন তার বাবা। অবস্থা বুঝে দ্রুত তাকে ডায়মন্ড হারবার সুপার স্পেশ্যালিটি হাসপাতালে পাঠানোর বন্দোবস্ত করেন সেবাশ্রয় শিবিরের ডাক্তাররা। শেষমেশ চিকিৎসকদের তৎপরতাতেই প্রাণ বাঁচল শিশুটির।

এজন্য তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন শিশুটির বাবা হোসেন খান। তাঁর কথায়, ‘‘খেলতে খেলতে আমার ছেলে একটি কয়েন গিলে ফেলেছিল। আমরা তাকে বসুলডাঙ্গার সেবাশ্রয় শিবিরে নিয়ে যাই, সেখান থেকে চিকিৎসকেরা তাকে ডায়মন্ড হারবার সুপার স্পেশ্যালিটি হাসপাতালে রেফার করেন। সেখানে আমরা পূর্ণ সহযোগিতা পেয়েছি। সে জন্য আমরা মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি গভীর ভাবে কৃতজ্ঞ। তাঁকে ধন্যবাদ জানাই।’’

গোটা ঘটনার পরে সমাজমাধ্যমে প্রতিক্রিয়াও জানিয়েছে তৃণমূল। দলের এক্স হ্যান্ডলে গোটা ঘটনার বর্ণনা দিয়ে শিশুটির সুস্থতা কামনা করেছে তারা।

TwitterFacebookWhatsAppEmailShare

#tmc, #Diamond Harbour, #Medical Camp, #Sebashray Health Camp, #Sebaashray Camp, #abhishek banerjee

আরো দেখুন