‘ধনধান্য’ প্রেক্ষাগৃহে মুখোমুখি হবেন মুখ্যমন্ত্রী ও চিকিৎসকরা, থাকতে পারেন অনিকেত-দেবাশিসরা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবার চিকিৎসকদের মনের কথা শুনতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওয়েস্ট বেঙ্গল স্টেট গ্রিভান্স রিড্রেসাল সেলের তরফে জানানো হল, আগামী ২৪ ফেব্রুয়ারি আলিপুরের ‘ধনধান্য’ প্রেক্ষাগৃহে মুখোমুখি হবেন মুখ্যমন্ত্রী ও চিকিৎসকরা। এই অনুষ্ঠানে কেউ ব্রাত্য নন। আন্দোলনকারী চিকিৎসকরাও আমন্ত্রণ পাচ্ছেন। অনুষ্ঠানে যোগ দিতে পারেন জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো, দেবাশিস হালদাররাও। তাঁদের কথাও শুনবেন মমতা।
বৃহস্পতিবার কলকাতায় সাংবাদিক সম্মেলন করেন ওয়েস্ট বেঙ্গল স্টেট গ্রিভান্স রিড্রেসাল সেল। উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান ডাক্তার সৌরভ দত্ত। ছিলেন ডাক্তার যোগীরাজ রায়ও। তাঁরা জানিয়েছেন, আর জি করের ঘটনার পর চিকিৎসকদের একাংশের মনে যে অসন্তোষ তৈরি হয়েছিল, তা মুছে দিতে তৎপর খোদ মুখ্যমন্ত্রী। তিনি সমস্ত ডাক্তারের মনের কথা শুনবেন। আগামী ২৪ ফেব্রুয়ারি আলিপুরের প্রেক্ষাগৃহে হবে এই বৈঠক। আমন্ত্রণ জানানো হয়েছে সমস্ত মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, সুপার, শিক্ষক, জুনিয়র চিকিৎসক, পড়ুয়াকে। জেলা হাসপাতাল ও ব্লক হাসপাতালগুলির চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা এই বৈঠকে যোগ দিতে পারবেন।