দেশ বিভাগে ফিরে যান

বাড়তে চলেছে সোনার আমদানি শুল্ক? গয়নার দাম আকাশ ছোঁয়ার অপেক্ষা!

January 9, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আগামী মাসের পয়লা তারিখ বাজেট পেশ করতে চলেছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
শোনা যাচ্ছে, আসন্ন বাজেটে সোনার আমদানি শুল্ক বাড়ানো হতে পারে। আগামী অর্থবর্ষের শুরুতে যা কার্যকর হবে। ফলে ব্যাপক হারে বৃদ্ধি পেতে পারে সোনার চাহিদা। দামেও প্রভাব পড়তে পারে। গহনা সোনার ১০ গ্রামের দর ৭৪ হাজার টাকা। আসন্ন গ্রীষ্মকালীন বিবাহ মরশুমে সোনার দাম আকাশ ছুঁতে চলেছে বলেই পূর্বাভাস।

গত বছর জুলাইয়ে বাজেটে সোনা ও রুপোর আমদানি শুল্ক একধাক্কায় ১৫ শতাংশ থেকে ৬ শতাংশে নামিয়ে এনেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্লাটিনাম, প্যালাডিয়ামের মতো ধাতুর আমদানি শুল্কও ১৫ থেকে কমিয়ে সাড়ে ৬ শতাংশ করা হয়। আগস্টে ফল মেলে। সোনা-রুপোর আমদানি ১০৪ শতাংশ বেড়ে যায়। সস্তায় সোনা আমদানি করে বেশি মাত্রায় ভারতীয় অলঙ্কার পাঠাবে বিদেশে। রপ্তানি বাণিজ্য বাড়বে। কিন্তু আশা পূরণ হয়নি। রপ্তানি উদ্বেগজনকভাবে কমেছে। অভ্যন্তরীণ বাজারে ক্রমেই বাড়ছে সোনার দাম। বিগত আর্থিক বছরে ভারত শুধুমাত্র সোনা রপ্তানি করেছিল ১৫ কোটি ডলারের। তখন থেকেই হঠাৎ ঘাটতি শুরু হয়েছে অলঙ্কার রপ্তানি বাণিজ্যে। ২২০০ কোটি ডলার মূল্যের গয়না পাঠানো হয়েছে বিদেশে যা পূর্ববর্তী বছরের তুলনায় ১৫ শতাংশ কম।

পরিসংখ্যান বলছে, অলঙ্কার, রত্ন রপ্তানি ২৩ শতাংশ কমে গিয়েছে। আমদানির সঙ্গে সঙ্গতি রেখে উৎপাদন এবং রপ্তানি বৃদ্ধি পাওয়া উচিত। কিন্তু বাস্তবে তা হচ্ছে না। আসন্ন বাজেটে আবার সোনা আমদানির উপর শুল্ক বাড়ানোর চিন্তাভাবনা চলছে। সোনার দাম এখনই সাধারণ মানুষের আয়ত্তের বাইরে। এরপর সোনা কেনা আম জনতার আরও নাগালের বাইরে চলে যাবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#gold jewellery, #Gold Shops, #gold price hike, #jewelry

আরো দেখুন