গুয়াহাটিতে মশাল-নৌকার টক্কর, ইস্ট-মোহন দুই শিবিরেই তুঙ্গে প্রস্তুতি
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মাঝে কেবল শুক্রবার, শনিবার গুয়াহাটিতে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। গঙ্গাসাগর মেলার জন্য কলকাতা থেকে গুয়াহাটি সরে গেলেও ডার্বির উন্মাদনা কিন্তু এক ইঞ্চি কমেনি। ক্লাবকর্তা থেকে ফুটবলার, সকলের মধ্যে উন্মাদনা শুরু হয়ে গিয়েছে।
বুধবার দুই প্রধান অনুশীল সারল। সকালে পুরো দল নিয়ে ডার্বির মহড়া সারেন বাগান কোচ হোসে মোলিনা। অনুশীলনের সময় সতীর্থ সৌরভ ভানুওলার সঙ্গে সংঘর্ষে চোট পেয়ে মাঠ ছাড়েন মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা। বাগান মিডফিল্ডারের এমআরআই করা হয়েছে। ডার্বি ম্যাচে তাঁকে পাওয়া যাবে কি না তা জানা যাবে রিপোর্ট মেলার পর। যদি অনিরুদ্ধ থাপা ডার্বিতে খেলতে না পারেন, তবে তাঁর জায়গায় কাকে খেলানো হবে সেই বিষয়ে এখনও কিছু ঠিক করেননি মোলিনা। গ্রেগ স্টুয়ার্ট, দিমিত্রি অনেকটাই সুস্থ।
এই মুহূর্তে লিগ টেবিলের শীর্ষে রয়েছে মোলিনার দল। দ্বিতীয় স্থানে থাকা বেঙ্গালুরুর থেকে অনেকটাই এগিয়ে রয়েছে বাগান। তবুও ডার্বি সব সময়ই আলাদা। কাজেই এই ম্যাচের গুরুত্বও অন্য ম্যাচের থেকে আলাদা। ডার্বিতে যাতে কোনওভাবেই পয়েন্ট নষ্ট না হয় সেদিকে সচেষ্ট রয়েছেন বাগান কোচ।
অনুশীলনে নেমে পড়েছেন ইস্টবেঙ্গল অস্কার ব্রুঁজো। এই মুহূর্তে লাল-হলুদ পয়েন্ট টেবিলের ১১ নম্বর স্থানে থাকলেও ডার্বি ম্যাচ নিয়ে আলাদা ভাবনা রয়েছে অস্কারের। ইস্টবেঙ্গলের যোগ দিয়ে ডার্বি ম্যাচে কোচ হিসাবে ডাগআউটে ছিলেন অস্কার। সেই ম্যাচে হারতে হয়েছিল তাঁর দলকে। তবে এবার বদলার পালা। দল এই মুহূর্তে চোটে জেরবার। আগের ম্যাচে চোট পেয়েছিলেন আনোয়ার। বুধবার অনুশীলনে এলেও ডার্বিতে তিনি খেলবেন কি না তা এখনও ঠিক নেই। বাকিরা সবাই অনুশীলন করলেন। অনুশীলন করেছেন সল ক্রেসপো।