রাজ্য বিভাগে ফিরে যান

দেশে প্রথম এনজি ইলেকট্রনিক ফেরি ভেসেলের পথ চলা শুরু হচ্ছে বাংলায়

January 9, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দেশে প্রথম এনজি ইলেকট্রনিক ফেরি ভেসেলের পথ চলা শুরু হচ্ছে বাংলায়। আজ, বৃহস্পতিবার বিকেলে মিলেনিয়াম পার্ক থেকে অত্যাধুনিক এই ই-ভেসেলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ভেসেল তৈরিতে রাজ্যের খরচ হয়েছে প্রায় ৬ কোটি টাকা। পরিবেশ দূষণ কমাতে বিশেষভাবে সাহায্য করবে বিদ্যুৎ চালিত এই ভেসেল।

গার্ডেনরিচ শিপ বিল্ডার্সে এই লঞ্চ তৈরি হয়েছে। ই-ভেসেলটিতে এসি এবং নন-এসি দুটি বিভাগই থাকছে। এসিতে ৩০ জন যাত্রী এবং নন-এসিতে ৬২ জন যাত্রী নেওয়া হবে। মিলেনিয়াম পার্ক থেকে বেলুড় মঠ হয়ে দক্ষিণেশ্বর পর্যন্ত যাবে ইলেকট্রনিক ফেরি ভেসেলটি। ইলেকট্রিক ব্যাটারি চালিত এই ভেসেল দু’ঘণ্টা পর্যন্ত বা ৩০ কিমি পথ একটানা চলতে পারবে।

জানা যাচ্ছে, আগামীদিনে আরও ১২টি ই-ভেসেল এবং ১২টি বার্জ চালানো হবে। প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে। বাংলায় ৩৭টি ডিজেল চালিত লঞ্চ রয়েছে। আগামীদিনে ডিজেল চালিত লঞ্চ কমিয়ে বিদ্যুৎ চালিত ভেসেল বৃদ্ধির পরিকল্পনা রয়েছে রাজ্যের। এতে যেমন জ্বালানি খরচ বাঁচবে, তেমনই দূষণ কমবে বলেই দাবি পরিবহণ মন্ত্রকের।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #NG Electronic ferry vessel, #ferry vessel

আরো দেখুন