← রাজ্য বিভাগে ফিরে যান
#EXCLUSIVE নেমে আসছে শাস্তির খাড়া! কোন পরিচিত মুখকে বহিষ্কারের পথে তৃণমূল?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: তৃণমূল কংগ্রেসের সংগঠনের বদল আসন্ন। শোনা যাচ্ছে, রাজ্যের শাসক দলের সংগঠনের খোলনলচে বদলাতে চলেছে। তৃণমূলের একটি সূত্র মারফত জানা যাচ্ছে, দলের এক পরিচিত মুখের উপরে নেমে আসতে চলেছে শাস্তির খাড়া। হয়ত বহিষ্কারের পথেও এগোতে পারে রাজ্যের শাসক দলের শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর, তৃণমূলের কোনও এক চিকিৎসক নেতার সাম্প্রতিক কাজ-কর্মে না-খুশ দল। তাঁকেই কী বহিষ্কার করার ভাবনা রয়েছে? নাকি অন্য কেউ – জানা যাবে আর কিছুদিনের মধ্যেই