কলকাতা বিভাগে ফিরে যান

চিড়িয়াখানার ভিড় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে!

January 10, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: শীত শুরুর সঙ্গে সঙ্গে আলিপুর চিড়িয়াখানায় মানুষের ভিড় বাড়তে শুরু করে। থিকথিকে ভিড় রাস্তাতেও। অদ্ভুতভাবে এর ফলে সমস্যায় পড়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের আলিপুর ক্যাম্পাসের নিরাপত্তারক্ষীরা। দূরদূরান্ত থেকে আসা মানুষের প্রশ্ন সামলাতে সামলাতে তাঁরা জর্জরিত।

চিড়িয়াখানার কাছেই আলিপুর ক্যাম্পাস। সেখানকার গেটে পাহারা দেন যাঁরা তাঁরা রোজ লোক আটকাতে গিয়ে হয়রান। বাস থেকে নেমে বা হেঁটে এসে চিড়িয়াখানা না চিনতে পেরে অনেকেই ঢুকে পড়ছেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। রক্ষীরা তাঁদের আটকে ধরে ধরে রাস্তা চিনিয়ে পাঠাচ্ছেন চিড়িয়াখানায়।

বিশ্ববিদ্যালয়ের এক নিরাপত্তারক্ষী বললেন, গোটা শীতকালে এই হচ্ছে। গ্রাম থেকে আসা বহু মানুষ বুঝতে না পেরে এখানে ঢুকে পড়ছেন। জিজ্ঞেস করছেন, ‘বাঘটা কোথায় স্যর। কুমির কোথায় থাকে? এই দিক দিয়েই কি যেতে হয়?’ রক্ষীরা তাঁদের আটকাচ্ছেন। তারপর সঠিক রাস্তা চিনিয়ে দিচ্ছেন।’ অন্য এক রক্ষীর কথায়, ‘মোটামুটি দেখেই বুঝতে পারছি কারা চিড়িয়াখানা দেখতে এসেছেন। আমরা তখন বলে দিচ্ছি।’

TwitterFacebookWhatsAppEmailShare

#calcutta university, #alipore zoo, #crowd

আরো দেখুন