রাজ্য বিভাগে ফিরে যান

বাম আমলে প্রাথমিক স্কুলে চাকরি পাওয়া শিক্ষকদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড যাচাই করার নির্দেশ হাইকোর্টের

January 10, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিগত কয়েক বছর ধরে শিক্ষা দুর্নীতি নিয়ে একের পর এক তদন্ত চলছে রাজ্যে। মামলা-মোকদ্দমায় আদালতের নির্দেশে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত চালিয়ে যাচ্ছে। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে শাসক দলের একাধিক নেতা বিধায়ক গ্রেপ্তার হয়েছেন।

এই আবহে বাম জমানায় ভুয়ো এক্সচেঞ্জ কার্ড দেখিয়ে প্রাথমিকে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ২০০৯ সালের প্রাথমিকে চাকরি পাওয়া সব শিক্ষকের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড যাচাই করতে বলল কলকাতা হাইকোর্ট। পরবর্তী শুনানির দিন রিপোর্ট পেশ করতেও বলা হয়েছে।

২০০৯ সালে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড ব্যবহার করে প্রাথমিক স্কুলে অনেকে চাকরি পান। অভিযোগ, অনেকেই ভুয়ো কার্ড দেখিয়ে চাকরি পেয়েছেন। এনিয়ে দায়ের হওয়া মামলায় আগেই সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। তদন্তে নেমে উত্তর ২৪ পরগনার ২৬ জনের চাকরি বাতিলও হয়। তার পরই প্রশ্ন ওঠে বাকি জেলাতেও কী এই জালিয়াতি হয়েছে?

TwitterFacebookWhatsAppEmailShare

#calcutta high court, #state govt, #employment exchange cards, #primary teachers

আরো দেখুন