দেশ বিভাগে ফিরে যান

কেরলে খাতা খুলল জোড়াফুল! অভিষেকের অফিসে হল যোগদান

January 10, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: লাল পার্টির কেরলে ফুটল ঘাসফুল। তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন কেরলের নিলাম্বুরের নির্দল বিধায়ক পিভি আনবর। কট্টর বাম-বিরোধী হিসেবে পরিচিত আনবর আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন। তাঁকে দলে স্বাগত জানিয়ে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সমাজ মাধ্যমে লেখেন, “কেরলের নিলাম্বুরের মাননীয় বিধায়ক পিভি আনবরকে তৃণমূল পরিবারে অভ্যর্থনা জানাচ্ছি। জনগণের সেবায় ও কেরলের মানুষের অধিকারের জন্য তিনি নিজেকে নিবেদন করে দিয়েছেন।”

TwitterFacebookWhatsAppEmailShare

#kerala, #abhishek banerjee, #tmc, #P V Anvar

আরো দেখুন