কলকাতা বিভাগে ফিরে যান

নিত্যযাত্রীদের জন্য সুখবর, সোমবার থেকে নোয়াপাড়া-কবি সুভাষ রুটে বাড়ছে মেট্রোর সংখ্যা

January 12, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: যাত্রীদের বাড়তে থাকা চাপ সামাল দিতে পরিষেবা বৃদ্ধির সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। শনিবার মেট্রো কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, সোমবার, ১৩ জানুয়ারি থেকে বাড়তি মেট্রো চালানো হবে। সকাল ও বিকেল মিলিয়ে অফিস যাতায়াতের সময়ে আপ ও ডাউনে মোট ১৪ টি বাড়তি মেট্রো চালানো হবে। দিনের প্রথম ও শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকছে। কলকাতা মেট্রোর নয়া সিদ্ধান্তে নিত্যযাত্রীরা খুব খুশি। আর তত ভিড়ে যাতায়াত করতে হবে না, বলে খুশি তাঁরা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সকাল ৯টা থেকে ১১টা ও বিকেল ৫টা থেকে রাত ৮টা, অর্থাৎ ব্যস্ত সময়ে নোয়াপাড়া ও কবি সুভাষের মধ্যে সাত জোড়া বাড়তি মেট্রো চলবে। আপ ও ডাউনে ৬ মিনিট পর পর মিলবে পরিষেবা। এতে ভিড়ের চাপ কিছুটা সামাল দেওয়া যাবে বলে আশাবাদী কর্তৃপক্ষ। আপাতত পরীক্ষামূলকভাবে ১৩ জানুয়ারি থেকে বাড়তি ১৪টি মেট্রো চালানো হবে। যাত্রী সংখ্যা দেখে তা জারির বিষয় সিদ্ধান্ত নেবে মেট্রো কর্তৃপক্ষ।

মেট্রো কর্তৃপক্ষ, ২০২৪ সালের শেষে মেট্রোর সময়সীমায় পরিবর্তন। দিনভর গড়ে ৭ মিনিট অন্তর মেট্রো পরিষেবা পাওয়া যাচ্ছিল। তাতে মেট্রোতে মানুষ উঠতেই পারতেন না। এই ছবি চোখে পড়ে কর্তৃপক্ষেরও। দিনের ব্যস্ত সময় যাত্রীদের সুবিধার্থে সময়সীমায় ফের বদল আনল কর্তৃপক্ষ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata, #kolkata metro, #Passengers, #Noapara kabi Subhash metro

আরো দেখুন