কলকাতা বিভাগে ফিরে যান

নতুন রেকর্ড! কত মানুষের পা পড়ল আলিপুর চিড়িয়াখানায়?

January 12, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জনসমাগমের নিরিখে ২০২৩ সালের রেকর্ড টপকে নয়া রেকর্ড গড়ল আলিপুর চিড়িয়াখানা। ২০২৪ সালের ডিসেম্বরে চিড়িয়াখানায় এসেছিলেন ১০, ৩৩,৮০০ জন মানুষ। যা ২০২৩ সালের তুলনায় অনেকটাই বেশি। পাল্লা দিয়ে আয়ও বেড়েছে চিড়িয়াখানার।

চিড়িয়াখানাকে ঢেলে সাজানো হচ্ছে। আলিপুর চিড়িয়াখানায় আবাসিক সংখ্যা অর্থাৎ বন্যপ্রাণ ও পাখিদের সংখ্যা বাড়ানো হয়েছে। চিড়িয়াখানা আরও সুন্দর ও আকর্ষণীয় হয়ে উঠেছে। মনে করা হচ্ছে, তারই ফল এই বিপুল সংখ্যক দর্শকের আগমন।

আলিপুর চিড়িয়াখানার তথ্য অনুযায়ী, ২০২৩-র ডিসেম্বরে আলিপুরে এসেছিলেন ৮,১২,২৩৬ জন দর্শক। ২০২৪ সালে তা বেড়ে হয় ১০,৩৩,৮০০ জন। ২০২৪ সালের ডিসেম্বর মাসে আগের বছরের তুলনায় দর্শক সংখ্যা বৃদ্ধি পেয়েছে ২,২০,০০০। অধিকাংশ টিকিট কাটা হয়েছে অনলাইনে। পাশাপাশি চিড়িয়াখানার ২৮টি ‘ম্যানুয়াল টিকিট কাউন্টার’ থেকেও টিকিট কিনেছেন দর্শকরা।

সর্বাধিক সংখ্যক দর্শক হাজির হয়েছিলেন বাঘের খাঁচার সামনে। ভিড়ের নিরিখে দ্বিতীয়স্থানে ভারতীয় শিম্পাঞ্জিদের খাঁচা। ভিড় লক্ষ্য করা গিয়েছে সরীসৃপদের খাঁচার কাছেও। কুমীর বা বিভিন্ন প্রজাতির সাপ দেখতে ভিড় জমিয়েছিলেন মানুষ। পাখিদের খাঁচাও এবার যথেষ্ট সংখ্যক দর্শক টেনেছে। একটি নতুন খাঁচা তৈরি করা হয়েছে। যেখানে পাখিরা মুক্ত অবস্থায় উড়ে বেড়াবে। আর খুব কাছ থেকে দাঁড়িয়ে খাঁচার মধ্যে থেকে তাদের দেখতে পাবেন দর্শকরা। নতুন এই খাঁচাটি উদ্বোধন হওয়ার পর চিড়িয়াখানার আকর্ষণ অনেকটাই বেড়েছে দেব মনে করা হচ্ছে। উল্লেখ্য, বিগত বছরের শেষে এই নয়া ধরনের খাঁচার উদ্বোধন করে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

TwitterFacebookWhatsAppEmailShare

#crowd, #Zoo, #Crowds, #Kolkata, #alipore zoo

আরো দেখুন