বাজেটে কৃষকদের ক্ষোভ মেটানোর চেষ্টা করবেন মোদী? জোর গুঞ্জন রাজধানীতে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পয়লা ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সরকার গঠনের পর দ্বিতীয় বাজেট, প্রবণতা মানলে জনমোহিনী প্রকল্প ঘোষণার পথে হাঁটবে না মোদী সরকার। তবে নয়া দিল্লির অলিন্দে অন্য খবর ভাসছে। এবার ব্যতিক্রম হতে চলেছে! পঞ্জাব ও হরিয়ানার কৃষকদের ক্ষোভে প্রলেপ দিতে বাজেটে বড় ঘোষণা করতে পারে মোদী সরকার। জোর জল্পনা, বাজেটে নাকি পিএম কিষান যোজনার বরাদ্দ বৃদ্ধি পেতে পারে।
মোদী সরকারকে একমাত্র পিছু হঠতে বাধ্য করেছিল কৃষক আন্দোলন। ২০২১ সালে কৃষকদের আন্দোলনের জেরে কৃষি আইন প্রত্যাহারও করতে হয় কেন্দ্রকে। তারপরও সমস্যা মেটানো যায়নি। আজও পঞ্জাব-হরিয়ানার বিস্তীর্ণ অঞ্চলে মোদী বিরোধী আন্দোলন চালাচ্ছেন কৃষকরা। কৃষক নেতা জগজিৎ সিং দাল্লেওয়াল এখনও অনশনে। ফলে কৃষক অসন্তোষ মেটাতে বাজেটে নির্মলা চমক রাখতে পারেন বলে খবর।
শোনা যাচ্ছে, পিএম কিষান যোজনার বরাদ্দ একধাক্কায় অনেকটা বাড়তে পারে। পিএম কিষান যোজনার আওতায় এখন কৃষকরা ৬ হাজার টাকা করে অনুদান পান। তিন কিস্তিতে সেই টাকা দেওয়া হয়। শোনা যাচ্ছে, টাকার অঙ্ক ৮ হাজার থেকে ১২ হাজার পর্যন্ত করা হতে পারে। আরএসএসের কৃষক সংগঠনও বাজেটে কৃষকদের জন্য বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়ে আসছে। কৃষকদের দীর্ঘদিনের দাবি এমএসপির আইনি গ্যারান্টি নিশ্চিত করা। তা হয়ত হবে না। তবে কিছু ফসলের ন্যূনতম সমর্থন মূল্য বাড়ানো হতে পারে। সার এবং কীটনাশকের দাম নিয়েও সরকারের পদক্ষেপের দিকে নজর রাখবে।