রাজ্য বিভাগে ফিরে যান

সিঙ্গুরের গয়না শিল্পকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়ার উদ্যোগ

January 14, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভারত থেকে যে পরিমাণ হীরে রপ্তানি হয়, তার অন্যতম বাড় বাজার আমেরিকা। গয়না ও হীরের রপ্তানি বাড়াতে এবার ডোনাল্ড ট্রাম্প সরকারের দিকে তাকিয়ে আছে এদেশের স্বর্ণশিল্পমহল। ট্রাম্পের নীতি সেই বাজার চাঙ্গা করতে পারে কি না, আপাতত তার দিকেই তাকিয়ে গয়না ও হীরে রপ্তানির সর্বভারতীয় সংগঠন জেম অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রোমোশন কাউন্সিল। পাশাপাশি এখানকার কর্তারা জানিয়েছেন, হুগলির সিঙ্গুতে তাঁরা কস্টিউম জুয়েলারির হাব তৈরির উদ্যোগ নিয়েছেন।

কাউন্সিল কর্তাদের বক্তব্য, গত এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত কাটিং ও পালিশ করা হীরে রপ্তানি হয়েছে প্রায় ৮১ হাজার ৭৭৪ কোটি টাকার। তা ২০২৩ সালের এপ্রিল থেকে ডিসেম্বরের তুলনায় ১৭ শতাংশ কম। ডলারের নিরিখে বাজার মার খেয়েছে ১৮.২৫ শতাংশ। গয়নার সার্বিক রপ্তানি মার খেয়েছে টাকার নিরিখে ৯.৬৮ শতাংশ। শেষ ডিসেম্বর পর্যন্ত রপ্তানি হয়েছে প্রায় ১ লক্ষ ৭৪ হাজার ৬১৩ কোটি টাকার গয়না। কাউন্সিলের চেয়ারম্যান বিপুল শাহ বলেন, আমাদের ধারণা, রপ্তানির খারাপ সময়কে পিছনে ফেলে এসেছি আমরা। ট্রাম্পের হাত ধরে আসা সরকার এদেশের হীরের রপ্তানি বাড়াতে সাহায্য করবে। আমাদের আশা, ২০২৫-২৬ অর্থবর্ষে আমরা ১০ থেকে ১৫ শতাংশ রপ্তানি বৃদ্ধি দেখতে পাব। হুগলির সিঙ্গুরের গয়না শিল্পকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছে জেম অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Singur, #jewelry industry

আরো দেখুন