রাজ্য বিভাগে ফিরে যান

সপ্তাহে ৯০ ঘণ্টা কাজের পরামর্শ নিয়ে এখন চলছে তর্কবিতর্ক, জানেন সবথেকে কম কাজ করে কোন দেশ?

January 14, 2025 | 2 min read

— নিজস্ব চিত্র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মনোভাব বদলে যাচ্ছে মানুষের, বিশেষ করে নতুন প্রজন্মের। তাদের কাছে এখন অফিসই একমাত্র ধ্যানজ্ঞান নয়। পশ্চিমি দেশের তরুণেরা এখন কাজ ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য খুঁজছেন। অনেকে ব্যক্তিগত জীবনকেই প্রাধান্য দিচ্ছেন।

লারসেন অ্য়ান্ড টুব্রোর চেয়ারম্যান এসএন সুব্রহ্মণ্যনের ৯০ ঘণ্টা কাজের ‘ফতোয়া’ নিয়ে বড়-বড় শিল্পপতি, প্রথমসারির ব্যক্তিত্ব মুখ খুলেছেন। সংস্থার তরফে অবশ্য ইতিমধ্যে সাফাই দেওয়া হয়েছে। কিন্তু তাতেও ইতি পড়েনি বিতর্কে। আর সেই পরিস্থিতিতে আন্তর্জাতিক শ্রম সংস্থার একটি পরিসংখ্যান সামনে উঠে এসেছে।

যে পরিসংখ্যান অনুযায়ী (২০২৪ সালের জানুয়ারির), সপ্তাহে সর্বাধিক সময় কাজ করার নিরিখে বিশ্বের প্রথম দিকের দেশগুলির মধ্যেই আছে ভারত। একজন ভারতীয় কর্মী গড়ে প্রতি সপ্তাহে ৪৬.৭ ঘণ্টা কাজ করেন। আর সেই গড়ের নিরিখে বিশ্বের মধ্যে ত্রয়োদশ স্থানে (১৩ তম) আছে ভারত। আর ভারতের ৫১ শতাংশ কর্মচারী প্রতি সপ্তাহে ৪৯ ঘণ্টা বা তার বেশি কাজ করেন। সেই দীর্ঘ সময় (সপ্তাহে ৪৯ ঘণ্টা বা তার বেশি সময়) কাজের নিরিখে বিশ্বে দ্বিতীয় স্থানে আছে ভারত। সামনে আছে শুধুমাত্র ভুটান (৬১ শতাংশ)।

গড়ে সবথেকে বেশি কাজ করে বিশ্বের কোন দেশ?
ভুটান (৫৪.৪ ঘণ্টা, ৬১ শতাংশ কর্মী সপ্তাহে ৪৯ ঘণ্টা বা তার বেশি কাজ করেন)।

সংযুক্ত আরব আমিরশাহি (৫০.৯ ঘণ্টা, ৩৯ শতাংশ কর্মী সপ্তাহে ৪৯ ঘণ্টা বা তার বেশি কাজ করেন)।

লেসোথো (৫০.৪ ঘণ্টা, ৪৯ ঘণ্টা বা তার বেশি কাজ করেন ৩৬ শতাংশ কর্মী)।

কঙ্গো (৪৮.৬ ঘণ্টা, ৪৯ ঘণ্টা বা তার বেশি কাজ করেন ৪৫ শতাংশ কর্মী)।

কাতার (৪৮ ঘণ্টা, ৪৯ ঘণ্টা বা তার বেশি কাজ করেন ২৯ শতাংশ কর্মী)।

লাইবেরিয়া (৪৭.৭ ঘণ্টা, ৪৯ ঘণ্টা বা তার বেশি কাজ করেন ২৭ শতাংশ কর্মী)।

মৌরিতানিয়া (৪৭.৬ ঘণ্টা, ৪৯ ঘণ্টা বা তার বেশি কাজ করেন ৪৬ শতাংশ কর্মী)।

লেবানন (৪৭ ঘণ্টা, ৪৯ ঘণ্টা বা তার বেশি কাজ করেন ৩৮ শতাংশ কর্মী)।

মঙ্গোলিয়া (৪৭.৩ ঘণ্টা, ৪৯ ঘণ্টা বা তার বেশি কাজ করেন ৩৩ শতাংশ কর্মী)।

জর্ডন (৪৭.৭ ঘণ্টা, ৪৯ ঘণ্টা বা তার বেশি কাজ করেন ৩৪ শতাংশ কর্মী)।

গড়ে সবথেকে কম কাজ করে বিশ্বের কোন দেশ?
ভানুয়াতু (২৪.৭ ঘণ্টা, চার শতাংশ কর্মী সপ্তাহে ৪৯ ঘণ্টা বা তার বেশি কাজ করেন)।

কিরিবাটি (২৭.৩ ঘণ্টা, ১০ শতাংশ কর্মী সপ্তাহে ৪৯ ঘণ্টা বা তার বেশি কাজ করেন)।

মাইক্রোনেশিয়া (৩০.৪ ঘণ্টা, দু’শতাংশ কর্মী সপ্তাহে ৪৯ ঘণ্টা বা তার বেশি কাজ করেন)।

রোয়ান্ডা (৩০.৪ ঘণ্টা, ১২ শতাংশ কর্মী সপ্তাহে ৪৯ ঘণ্টা বা তার বেশি কাজ করেন)।

সোমালিয়া (৩১.৪ ঘণ্টা, ১০ শতাংশ কর্মী সপ্তাহে ৪৯ ঘণ্টা বা তার বেশি কাজ করেন)।

নেদারল্যান্ডস (৩১.৬ ঘণ্টা, ছয় শতাংশ কর্মী সপ্তাহে ৪৯ ঘণ্টা বা তার বেশি কাজ করেন)।

ইরাক (৩১.৭ ঘণ্টা, পাঁচ শতাংশ কর্মী সপ্তাহে ৪৯ ঘণ্টা বা তার বেশি কাজ করেন)।

ওয়ালিস এবং ফুটুনা (৩১.৮ ঘণ্টা, ছয় শতাংশ কর্মী সপ্তাহে ৪৯ ঘণ্টা বা তার বেশি কাজ করেন)।

ইথিওপিয়া (৩১.৯ ঘণ্টা, ১৫ শতাংশ কর্মী সপ্তাহে ৪৯ ঘণ্টা বা তার বেশি কাজ করেন)।

কানাডা (৩২.১ ঘণ্টা, নয় শতাংশ কর্মী সপ্তাহে ৪৯ ঘণ্টা বা তার বেশি কাজ করেন)।

TwitterFacebookWhatsAppEmailShare

#world, #Working hours

আরো দেখুন