রাজ্য বিভাগে ফিরে যান

টানা ১০০ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকবে শিয়ালদহ-ডানকুনি শাখায়, ১৭৬টি লোকাল ট্রেন বাতিল

January 14, 2025 | < 1 min read

ছবি সৌজন্যে: Train Time

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সাড়ে ৯ দশক পুরনো বালিঘাট ও বালিহল্টের মাঝের ব্রিজের সংস্কার করবে রেল। সংস্কারের কাজ শুরু হবে ২৩ জানুয়ারি। চলবে ২৭ জানুয়ারি ভোর চারটে পর্যন্ত। আর এই সংস্কারের জন্য শিয়ালদহ-ডানকুনির মাঝে‌ টানা ১০০ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকবে।

২৩ জানুয়ারি থেকে আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত শিয়ালদা থেকে ডানকুনির মধ্যে ৪৪টি লোকাল ট্রেন বাতিল থাকবে (অর্থাৎ চারদিন মিলিয়ে ১৭৬টি)। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ওই চারদিন শিয়ালদা-ডানকুনি শাখায় লোকাল ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। সেইসঙ্গে বাতিল থাকবে একগুচ্ছ মেল বা এক্সপ্রেস। একাধিক দূরপাল্লার ঘুরপথে চালানো হবে বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে।

রেলের তরফে দাবি করা হয়েছে, যে কাজ চলবে, তা যাত্রীদের সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো বটেই। ওই কাজের পরে ওই অংশে ট্রেনের গতিও বাড়বে। আর সেই পরিস্থিতিতে ওই কাজটা করতেই হত। রেলের তরফে জানানো হয়েছে, যাত্রীদের যাতে দুর্ভোগ কম হয়, সেজন্য ২৩ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারির মধ্যে কাজ করা হচ্ছে। সেইসময় ছুটি থাকবে।

২০ জোড়া লোকাল ট্রেন বন্ধের পাশাপাশি বাতিল ৬ জোড়া মেল, এক্সপ্রেসও। সেগুলি হল কলকাতা-পাটনা গরিব রথ, তেভাগা এক্সপ্রেস, শিয়ালদহ-সিউড়ি এক্সপ্রেস, ডিব্রুগড়-কলাকাত এক্সপ্রেস, শিয়ালদহ-জঙ্গীপুর এক্সপ্রেস, শিয়ালদহ-ইন্টারসিটি এক্সপ্রেস। এছাড়া রাজধানী, দুরন্ত এক্সপ্রেস-সহ ১৬ জোড়া মেল, এক্সপ্রেস নৈহাটি হয়ে ঘুরপথে যাতায়াত করবে। চারদিন হাওড়া কর্ড ও মেন শাখার যাত্রীরা ট্রেনে সরাসরি শিয়ালদহে আসতে পারবেন না।

TwitterFacebookWhatsAppEmailShare

#Indian Railway, #train, #Dankuni, #Railways, #sealdah

আরো দেখুন