রাজ্য বিভাগে ফিরে যান

গঙ্গা ভাঙন নিয়ে সংসদে রচনার সওয়ালের জের, বাংলায় আসছে কেন্দ্রের প্রতিনিধি দল

January 15, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: বলাগড় তথা হুগলির গঙ্গা ভাঙন নিয়ে সংসদে সরব হয়েছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। এবার তার জেরেই গঙ্গা ভাঙন খতিয়ে দেখতে রাজ্যে আসছে কেন্দ্র সরকারের প্রতিনিধিদল। আগামীকাল, বৃহস্পতিবার বলাগড়, চন্দননগরে আসছে গঙ্গার বন্যা প্রতিরোধ কমিশনের প্রতিনিধিদল। গঙ্গার ভাঙন খতিয়ে দেখবেন তারা। রাজ্য সরকার ও হুগলি জেলা প্রশাসনকে কেন্দ্র তা জানিয়েছে। এ কথা প্রকাশ্যে আসতেই রাজনৈতিকস্তরে ঘটনার তাৎপর্য নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। রাজনৈতিক মহলের দাবি, পাঁচ বছর হুগলিতে বিজেপির সাংসদ ছিলেন। কিন্তু গঙ্গা ভাঙন নিয়ে পদক্ষেপ করা হয়নি। রচনা সংসদে সরব হতেই কেন্দ্র প্রতিনিধি দল পাঠানো হচ্ছে। এতে অভিনেত্রী সাংসদের রাজনৈতিক গুরুত্ব বাড়ল বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের।

গেরুয়া সাংসদের আমলে কাজ না হওয়ায় অস্বস্তিতে পড়েছে পদ্ম শিবির। অন্যদিকে, রাজ্যের শাসক শিবির এ নিয়ে ইতিমধ্যেই প্রচারে নেমেছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় দলের সঙ্গে পরিদর্শন করতে নিজেও থাকবেন রচনা। তৃণমূলের অভিযোগ, প্রাক্তন বিজেপি সাংসদ গঙ্গা ভাঙন নিয়ে কথা বলেননি। সেকারণেই বলাগড়, চন্দননগর সহ হুগলি লোকসভার মানুষ তাঁকে প্রত্যাখ্যান করেছেন।
রাজ্যের শাসক দলের দাবি, রচনা বন্দ্যোপাধ্যায় সামান্য কয়েক মাসেই প্রমাণ করে দিয়েছেন মানুষের বিচার সঠিক ছিল। কেন্দ্রীয় দলের ভাঙন পরিদর্শনের সংবাদে উচ্ছ্বসিত বলাগড়ের মানুষ।

গঙ্গার বন্যা প্রতিরোধ কমিশনের তরফে সম্প্রতি চিঠি দিয়ে সফরের কথা জানানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ভাঙন নিয়ে সওয়াল করেছিলেন। তার জেরেই পরিদর্শনের সিদ্ধান্ত হয়েছে। চিঠিতে রয়েছে যে, গঙ্গা ভাঙনের গতিপ্রকৃতি ও তার বাস্তব চেহারা দেখে রিপোর্ট তৈরি করা হবে। সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় দল চুঁচুড়ার সার্কিট হাউস থেকে সরাসরি গুপ্তিপাড়া জেটিঘাটে যাবে বৃহস্পতিবার। সেখান থেকে চান্দরা, মিলনগড় হয়ে দলটি চন্দননগর ও ভদ্রেশ্বরের গঙ্গাপাড়ের অবস্থা খতিয়ে দেখবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#central team, #hooghly, #rachana banerjee, #ganga erosion

আরো দেখুন