পূর্ণকুম্ভে সন্ন্যাসিনীকে দেখতে ভিড়! প্রয়াগরাজে নজর কাড়ছেন সাধ্বী হর্ষা রিচারিয়া
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: প্রয়াগরাজ এখন জনসমুদ্র। পূর্ণকুম্ভ মেলা ঘিরে ভক্তদের ঢল নেমেছে। আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত ৪০ কোটির বেশি পুণ্যার্থী পূর্ণকুম্ভে ভিড় জমাতে পারেন বলে আশা করা হচ্ছে। গঙ্গা, যমুনা ও সরস্বতীর সঙ্গমস্থলে সাধু-সন্ন্যাসীরা সমবেত হচ্ছে। এত ভিড়েও আলাদাভাবে নজর কেড়েছেন সাধ্বী হর্ষা রিচারিয়া।
সাধ্বীর পোশাকে, কপালে তিলক দিয়ে, ফুলের মালা পরে কুম্ভে পৌঁছেছেন তিনি। চেপেছেন রথে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে হর্ষা জানিয়েছেন, তাঁর বাড়ি উত্তরাখণ্ডে। আচার্য মহামমণ্ডলেশ্বরের থেকে বছর দুই আগে দীক্ষা নিয়েছিলেন হর্ষা। তারপর থেকে তিনি সন্ন্যাসীর জীবনযাপন করেন। যদিও নেটিজেনদের দাবি, হর্ষার সন্ন্যাস জীবন ‘সম্পূর্ণ লোক দেখানো’। তাঁদের বক্তব্য, কয়েকদিন আগেই দুবাই থেকে ঘুরে এসেছেন হর্ষা। তাঁর সৌন্দর্যে নেটপাড়া মশগুল। সোশ্যাল মিডিয়ায় হর্ষার অনুরাগীর সংখ্যা প্রায় ১০ লক্ষ। ৩০ বছরের হর্ষা আলাদা করে সমাজমাধ্যমে নজর কেড়েছেন।