রাজ্য বিভাগে ফিরে যান

সাগরমেলায় চমক! ডুবন্ত মানুষকে বাঁচাতে ত্রাতা রিমোট চালিত ‘লাইফবয়’

January 15, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: লাইফ জ্যাকেট নয়, এবার ডুবন্ত মানুষকে বাঁচাবে রিমোট চালিত ‘লাইফবয়’। এবারের গঙ্গাসাগর মেলায় নয়া চমক নিয়ে হাজির ভারতীয় কোস্ট গার্ড। রিমোটের মাধ্যমে চালিত এই বিশেষ যন্ত্র এক কিলোমিটার দূরত্ব পর্যন্ত মানুষকে ডুবে যাওয়া থেকে রক্ষা করতে পারবে। স্কুটারের মত হ্যান্ডেল রয়েছে লাইফবয়ের।

কেউ ডুবে যাচ্ছেন, রিমোটের মাধ্যমে যন্ত্রটিকে সেখানে পাঠিয়ে দিলেই সংশ্লিষ্ট ব্যক্তি সেটা ধরে নিতে পারবেন। তারপর রিমোটের সাহায্যেই তাঁকে ডাঙা বা নৌকার কাছাকাছি নিয়ে আসা যাবে। কোস্ট গার্ডের আধিকারিকরা বলেন, দ্রুত ডুবন্ত মানুষের কাছে পৌঁছতেই এটি আনা হয়েছে। গঙ্গাসাগর সৈকতে লাইফবয়ের মহড়ার সময় পুণ্যার্থীরা ভিড় জমান। নতুন একটি জিনিস দেখে অনেকেই অবাক হয়েছেন। মনে করা হচ্ছে, এর ব্যবহারে উদ্ধার কাজে গতি আসবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Sea, #Lifebuoy, #drowning people

আরো দেখুন