পুরী-শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস-সহ একাধিক ট্রেনের যাত্রাপথে বদল! জেনে নিন চটপট

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বেশ কিছু ট্রেনের যাত্রাপথ ও গন্তব্য পরিবর্তনের কথা জানানো হয়েছে রেলের তরফে। পাশাপাশি মহাকুম্ভ উপলক্ষ্যে কিছু স্পেশাল ট্রেনের ঘোষণা করা হয়েছে। দেখে নেওয়া যাক।
২২২০২ পুরী-শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস আগামী ২৩ ও ২৫ জানুয়ারি শিয়ালদহের বদলে হাওড়ায় যাত্রা শেষ করবে। ২২২০১ শিয়ালদহ-পুরী দুরন্ত এক্সপ্রেস আগামী ২৪ ও ২৭ জানুয়ারি শিয়ালদহের পরিবর্তে হাওড়া থেকে ছাড়বে। ১৬ জানুয়ারি ৬৮৮৬২ ঝারসুগুদা-গোন্ডিয়া মেমু বিলাসপর পর্যন্ত যাত্রা করবে। ওই দিন ৬৮৮৬১ গোন্ডিয়া-ঝারসুগুদা মেমু বিলাসপুর থেকে ছাড়বে।
কুম্ভমেলা উপলক্ষ্যে বেশকিছু স্পেশাল ট্রেনের ঘোষণা করেছে ভারতীয় রেল। রাঁচি-তুন্দলা স্পেশাল ট্রেনটি আগামী ১৯ জানুয়ারি সকাল ১০টা ৩০ মিনিটে রাঁচি থেকে ছাড়বে। পরের দিন সকাল ৬টা ৩০ মিনিটে গন্তব্যে পৌঁছাবে ট্রেনটি। তুন্দলা-রাঁচি স্পেশাল ট্রেন ২০ জানুয়ারি বিকেল ৪টে ২০ মিনিটে তুন্দলা থেকে ছেড়ে পরের দিন দুপুর ৩টে ৫০ মিনিটে রাঁচি পৌঁছবে।
টাটানগর-তুন্দলা বিশেষ ট্রেনটি ১৯ জানুয়ারি, টাটানগর থেকে রাত ৮টা ৫৫ মিনিটে রওনা হবে। ট্রেনটি পরের দিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে তুন্দলা পৌঁছবে। তুন্দলা-টাটানগর বিশেষ ট্রেনটি ২১ জানুয়ারি, তুন্দলা স্টেশন থেকে রাত ৩টায় যাত্রা শুরু করবে। একই দিনে রাত ১১টা ৫৫ মিনিটে টাটানগরে পৌঁছবে। বিশেষ ট্রেনটি টাটানগর ও তুণ্ডলার মধ্যে চন্দিল, পুরুলিয়া এবং ভোজুডিহ স্টেশনে থামবে।