রাজ্যে প্রথম কোনও হাসপাতালে নামবে এয়ার অ্যাম্বুল্যান্স

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পশ্চিমবঙ্গে প্রথম কোনও হাসপাতালে ছাদে এ বার নিয়মিত এয়ার অ্যাম্বুল্যান্স নামবে। তার জন্য প্রাথমিক অনুমতি দিয়েছে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ)।
শুনে এটা গল্প মনে হতে পারে। কিন্তু এটা কোনও গল্প নয়। বরং বাস্তবেই এটা ঘটতে চলেছে। চিকিৎসা পরিষেবার উন্নতির ক্ষেত্রে এমন পদক্ষেপ বলে জানা যাচ্ছে। তবে এটা সরকারি হাসপাতালের ক্ষেত্রে হচ্ছে না। এটা হচ্ছে বেসরকারি হাসপাতালে থাকছে। এই পরিষেবা দেখে পরবর্তী ক্ষেত্রে সরকারি হাসপাতালগুলির ক্ষেত্রে তা করতে পারে রাজ্য সরকার।
শুক্রবার পরীক্ষামূলকভাবে রুবির একটি হাসপাতালের ছাদে নামবে ওই হেলিকপ্টার। তাই সেই ছাদে তৈরি করা হয়েছে হেলিপ্যাড। শুক্রবার ওই ছাদে উপস্থিত থাকবেন ডিজিসিএ’র প্রতিনিধিদল। ডিজিসিএ’র অনুমতি ছাড়া কোনও অসামরিক বিমান বা হেলিকপ্টার উড়তে পারে না। এটাই নিয়ম। তাই ডিজিসিএ সূত্রের খবর, কলকাতা শহর খুব ব্যস্ত। একটি বাড়ির ছাদে রোজ হেলিকপ্টার ওঠা–নামা করলে কী ধরনের সমস্যা হতে পারে সেটা খতিয়ে দেখা হয়েছে। এক্ষেত্রে কয়েকটি শর্ত মানতে হয়। এক, হেলিকপ্টারকে দুই–ইঞ্জিনের হতে হবে। দুই, হেলিকপ্টারে দু’জন পাইলট থাকবে। তিন, ঘিঞ্জি এলাকায় অন্যান্য নির্মাণ বাঁচিয়ে ওঠা–নামা করতে হবে। তাত জন্য চাই প্রশিক্ষণ।