রাজ্য বিভাগে ফিরে যান

জ্যোতি বসু গবেষণাকেন্দ্রের উদ্বোধনে যাচ্ছেন না মমতা

January 17, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ শুক্রবার প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ১৫তম প্রয়াণ বার্ষিকী। সেদিনই নিউটাউনে জ্যোতি বসু গবেষণাকেন্দ্রের উদ্বোধন হবে। আর তাই আজ, বৃহস্পতিবার সিপিএমের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ করা হয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রীর সচিবালয়ের তরফে ওই অনুষ্ঠানে যেতে মুখ্যমন্ত্রীর অপারগতার কথা জানানো হয়েছে।

বৃহস্পতিবার সিপিএম নেতা রবীন দেব বলেন, ‘‘মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করছিলেন বিমান বসু। কিন্তু মুখ্যমন্ত্রীর অফিস থেকে জানানো হয়েছে, উনি আসতে পারছেন না।’’ ঘটনাচক্রে, বিমানই জ্যোতি বসু গবেষণাকেন্দ্রের সভাপতি। সম্পাদকের দায়িত্বে রয়েছেন রবীন। শুক্রবার গবেষণাকেন্দ্রের উদ্বোধন করবেন সিপিএমের পলিটব্যুরোর সমন্বয়ক প্রকাশ কারাট। থাকবেন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এবং প্রাক্তন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।

২০২৪ সালের আগস্টে প্রয়াত হন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। নেতাজি ইন্ডোরে বুদ্ধদেবের স্মরণসভা আয়োজনের সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে আমন্ত্রণ জানানো নিয়ে দলে মতানৈক্য তৈরি হয়। বর্তমান রাজ্য সম্পাদক সেলিম স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, মমতাকে আমন্ত্রণ জানানো হবে না। এখন প্রশ্ন হচ্ছে, সেক্ষেত্রে জ্যোতি বসু গবেষণাকেন্দ্রের উদ্বোধনে কেন আমন্ত্রিত মমতা? দলের প্রথম সারির এক নেতার কথায়, ‘‘জ্যোতি বসু গবেষণাকেন্দ্র পৃথক একটি প্রতিষ্ঠান। তারাই বর্তমান মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে।’’ ফলে স্পষ্ট, বিষয়টি পুরোটা সিপিএম শীর্ষ নেতৃত্বের আওতায় নেই।

TwitterFacebookWhatsAppEmailShare

#death anniversary, #Jyoti Basu, #West Bengal, #Mamata Banerjee

আরো দেখুন