AI-র অপব্যবহার রুখতে এবার তৎপর নির্বাচন কমিশন

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এআই প্রযুক্তির অপব্যবহার রুখতে তৎপর হল নির্বাচন কমিশন। এব্যাপারে স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা বজায় রাখতে এআইয়ের ব্যবহার নিয়ে বৃহস্পতিবার কমিশন একগুচ্ছ নির্দেশিকা জারি করল। তাতে বলা হয়েছে, প্রচারের সময় ছবি, ভিডিও, অডিও বা অন্যত্র এআই ব্যবহার করলে তাতে লেবেল সেঁটে দিতে হবে। সেক্ষেত্রে ‘এআই জেনারেটেড’, ‘ডিজিটালি এনহ্যানস্ড’ বা ‘সিন্থেটিক কনটেন্ট’ বলে জানাতে হবে।
শুধু তাই নয়, কোনও বিজ্ঞাপন বা প্রমোশনে এআই ব্যবহার করলে ডিসক্লেমার দিতে হবে। সেখানেও ‘সিন্থেটিক কনটেন্ট’ কথাটি লিখে দিতে হবে। অর্থাৎ সংশ্লিষ্ট বিষয়বস্তু যে এআইয়ের সাহায্যে তৈরি করা হয়েছে, তা স্পষ্টভাবে জানাতে হবে। সম্প্রতি ভোট প্রচারে যেভাবে এআই ব্যবহার করা হচ্ছে, তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। তাঁর মতে, এর ফলে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়বে। তাছাড়া ভুয়ো তথ্য দিয়ে এআই ব্যবহার করে অস্থিরতা ছড়ানো সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।