রাজ্য বিভাগে ফিরে যান

আরএসএস প্রধানের মন্তব্য ‘দেশদ্রোহী’, বললেন মমতা

January 17, 2025 | < 1 min read

আরএসএস প্রধানের মন্তব্য ‘দেশদ্রোহী’, বললেন মমতা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: স্বাধীনতা দিবস নিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সরসংঙ্ঘচালক মোহন ভাগবতের মন্তব্যের তীব্র সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পৌষ সংক্রান্তির দিন আরএসএস প্রধান বলেছিলেন, ২২ জানুয়ারিই হল প্রকৃত স্বাধীনতা দিবস। কারণ ২০২৪ সালের এই দিনই রামমন্দিরের উদ্বোধন হয়েছিল। মোহন ভাগবতের এই মন্তব্যকেই ‘দেশদ্রোহী’ মন্তব্য বলে ব্যাখ্যা করেছেন মুখ্যমন্ত্রী। এই মন্তব্য প্রত্যাহারের দাবিও জানিয়েছেন তিনি।

আরএসএস প্রধানের মন্তব্যের প্রতিক্রিয়ায় মমতা সরাসরি বলেন, ‘‘আমি জানি না, উনি জেনে বলেছেন, না কি না জেনে বলেছেন। এটা একটা অ্যান্টিন্যাশনাল (দেশদ্রোহী) মন্তব্য। আমি এর তীব্র সমালোচনা করছি এবং এই মন্তব্য প্রত্যাহারের দাবি করছি।’’ নবান্নে স্বাস্থ্য বিষয়ক সাংবাদিক বৈঠক করছিলেন মমতা। সেখানেই ভাগবত প্রসঙ্গ ওঠে। প্রাথমিক ভাবে মমতা স্বগতোক্তির মতো বলেন, ‘‘এখান থেকে কি রাজনৈতিক মন্তব্যের জবাব দেওয়া ঠিক হবে!’’ পর ক্ষণেই বলেন, ‘‘এটা দেশের স্বাধীনতা বিষয়ক প্রসঙ্গ। তাই এর উত্তর আমি এখান থেকেই দেব।’’

জবাব দিতে গিয়ে স্বাধীনতা আন্দোলনে বাংলার ভূমিকার কথাও উল্লেখ করেন মমতা। তার পর বলেন, ‘‘কোনও দল কি স্বাধীনতা আন্দোলনের ইতিহাস কখনও বিকৃত করতে পারে? এ সব খুবই ডেঞ্জারাস (বিপজ্জনক) কথা। ভারতের নাম ভুলিয়ে দেবে দেখতে পাচ্ছি!’’ বিস্ময় প্রকাশ করে তৃণমূলনেত্রী বলেন, ‘‘ইতিমধ্যে ইতিহাসের অনেক অধ্যায় বিকৃত করা হয়েছে। সংবিধানের অনেক অধ্যায় পাল্টে দেওয়া হচ্ছে। কিন্তু এই রকম হতে পারে বলে আমার ধারণাই ছিল না! আমাদের কাছে স্বাধীনতা দিবস মানে ১৯৪৭ সালের ১৫ অগস্ট। এটা আমাদের গর্ব।’’

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #tmc, #RSS, #mohan bhagwat

আরো দেখুন